This Article is From Oct 20, 2018

দুর্ঘটনার পরেই অমৃতসরের ট্রেনের চালক স্টেশনমাস্টারকে খবর দেন

দশেরার দিনে রাবণের কুশপুতুল পোড়ানো দেখার সময় ডিএমইউ জলন্ধর-অমৃতসর প্যাসেঞ্জার ট্রেনটি 60 জন লোককে চাপা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ট্রেনের চালক পরবর্তী স্টেশনের স্টেশন মাস্টারকে খবরটা দেন।

দুর্ঘটনার পরেই অমৃতসরের ট্রেনের চালক স্টেশনমাস্টারকে খবর দেন

প্রায় ষাটজন লোককে পিষে দিয়ে বেরিয়ে যায় ট্রেনটি

অমৃতসর:

দশেরার দিনে রাবণের কুশপুতুল পোড়ানো দেখার সময় ডিএমইউ জলন্ধর-অমৃতসর প্যাসেঞ্জার ট্রেনটি 60 জন লোককে চাপা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ট্রেনের চালক পরবর্তী স্টেশনের স্টেশন মাস্টারকে খবরটা দেন। রেলের এক পদস্থ কর্তা জানান, বহু মানুষের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগেছে বুঝতে পারার ঠিক পরেই অমৃতসর স্টেশনের স্টেশন মাস্টারকে খবর দেন ট্রেনটির চালক। ওই পদস্থ কর্তা জানিয়েছেন, ট্রেন চালকের বয়ানও রেকর্ড করা হবে, ঘটনাটি ঠিক কী ঘটেছিল তার তদন্তের জন্য। 

তিনি আরও জানান, জলন্ধর-অমৃতসর বিভাগের মধ্যে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের বহু বিশিষ্ট ব্যক্তি।

.