தமிழில் படிக்க Read in English
This Article is From Oct 20, 2018

এগিয়ে যাওয়ার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছিল, অমৃতসরে দুর্ঘটনার পর জানালেন ট্রেনের চালক

সূত্রের খবর, ট্রেন চালক দাবি করেছেন যে তাঁকে সব ক্লিয়ার আছে জানিয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। ক্রিসিংয়ের কাছে রেললাইনের উপর শতাধিক মানুষ আছে বলে তাঁর কোনও ধারনাই ছিল না।

Advertisement
অল ইন্ডিয়া

ট্রেনে কাটা পড়ে অমৃতসরে কমপক্ষে 60 জনের মৃত্যু হয়েছে।

Amritsar:

অমৃতসরে ট্রেনে কাটা পড়ে কমপক্ষে 60 জনের মৃত্যুর পর আটক করা হয়েছে ট্রেনের চালককে। পঞ্জাব ও রেল পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তাঁকে। পঞ্জাব পুলিশের এক আধিকারিক জানান, লুধিয়ানা স্টেশন থেকে আটক করা হয়েছে ওই DMU (ডিজেল মাল্টিপল ইউনিট) চালককে। অমৃতসর শহরের ধোবি ঘাটে গতকাল সন্ধেয় যে দুর্ঘটনাটি ঘটেছে তা নিয়ে প্রশ্ন করা হচ্ছে তাঁকে। 

ভিডিওতে দেখুন দুর্ঘটনার ছবি: দশেরার সন্ধেয় কীভাবে অন্ধকার নেমে এল পঞ্জাবে, ধরা পড়ল ভিডিওতে

সূত্রের খবর, ট্রেন চালক দাবি করেছেন যে তাঁকে সব ক্লিয়ার আছে জানিয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। ক্রিসিংয়ের কাছে রেললাইনের উপর শতাধিক মানুষ আছে বলে তাঁর কোনও ধারনাই ছিল না।  

আরও পড়ুন: বাজির শব্দে চাপা পড়ে গিয়েছিল অমৃতসরের ট্রেনের হর্ন
তবে দশেরায় রাবন বধের আয়োজকারীদের কারও বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ সূত্রে খবর, উদ্যোক্তারা গা ঢাকা দিয়েছে। ঘটনাস্থলে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা জানিয়েছেন, রেললাইনের উপরে উঠে প্রায় 150 জন রাবন বধ দেখছিল। মোবাইলে সেই ছবিও তুলছিল তারা। 10-15 সেকেন্ডের মধ্যে বিপর্যয় নেমে আসে সেখানে। রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। 

আরও পড়ুন: দশেরা পালনের সময় পঞ্জাবে ট্রেনে কাটা পড়ে মৃত অন্তত 60: 10টি তথ্য

Advertisement