হাইলাইটস
- বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনের জন্য ভিডিও তৈরি করল আমুল
- দীর্ঘ দিন ধরেই নানা ধরনের ঘটনাকে স্মরণ করতে এ ধরনের উদ্যোগ নেয় আমুল
- মিনিট খানাকের এই নতুন ভিডিও নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে
নিউ দিল্লি: পাকিস্তান থেকে দেশে ফেরা ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে সম্মান জানাতে ভিডিও তৈরি করল আমুল। মিনিট খানেকের এই ভিডিওটি আমুলের ‘মুছ নেহি তো কুছ নেহি' ক্যাম্পেনের অংশ। টুইটারে আপলোড হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি হাজারো মানুষের ভাল লেগেছে। ভিডিও শুরু হচ্ছে একটি রাজ বাড়ির দৃশ্য দিয়ে। তারপর সমাজের আরও বহু স্তররে মানুষকে গোঁফ নিয়ে মেতে উঠতে দেখা যায়। ভিডিওর শেষে দর্শক একটি ছোট্ট মেয়েকে দেখতে পান। তাঁর হাতে দুধের গ্লাস এবং মুখে দুধ দিয়ে তৈরি সাদা গোঁফ।
সুষমার সফরের একদিনের মধ্যেই ভারতের কাশ্মীর নীতির সমালোচনা করল ওআইসি, জবাব ফেরাল দিল্লি
এখানেই শেষ নয়, গুজরাটের অনন্দের এই সংস্থা একটি ডুডুলও বানিয়েছে। তাতে দেখা যাচ্ছে আমুলের সেই বহু পরিচিত মেয়েটি অভিনন্দনকে দেশে স্বাগত জানাচ্ছে।