This Article is From Mar 09, 2019

জম্মু-কাশ্মীরের বাদগামের বাড়ি থেকে জওয়ানকে অপহরণ করে নিয়ে গেল জঙ্গিরা

জম্মু ও কাশ্মীরের বাদগাম জেলা থেকে জঙ্গিরা এক সেনাকে তাঁর বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গেল।

জম্মু-কাশ্মীরের বাদগামের বাড়ি থেকে জওয়ানকে অপহরণ করে নিয়ে গেল জঙ্গিরা

শুক্রবার সন্ধেবেলা এই ঘটনাটি ঘটে। (ফাইল চিত্র)

শ্রীনগর:

জম্মু ও কাশ্মীরের বাদগাম জেলা থেকে জঙ্গিরা এক সেনাকে তাঁর বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গেল। শুক্রবার সন্ধেবেলা এই ঘটনাটি ঘটে। ওই সেনা ছুটিতে নিজের বাড়ি এসেছিলেন। তাঁর বাড়ি বাদগামের কাজিপোরা চাদুরাতে। মহম্মদ ইয়াসিন ভাট নামের ওই সেনা জওয়ান এক মাসের ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন। ভারতীয় সেনায় রাইফেলম্যান হিসাবে কাজ করেন তিনি। গত ২৬ ফেব্রুয়ারি বাড়ি আসেন। শুক্রবার সন্ধেবেলা সশস্ত্র জঙ্গিরা তাঁর বাড়ি আচমকা হানা দিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ওই জওয়ানের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়ে গিয়েছে। গত মাসে পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হওয়ার পর গোটা কাশ্মীর উপত্যকা জুড়েই যখন নিরাপত্তার তীব্র কড়াকড়ি চলছে, তেমন একটি সময়েই এই ঘটনাটি ঘটে গেল। গত বছর জুন মাসে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের এক রাইফেলম্যান ঔরঙ্গজেবকে পুলওয়ামা থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল জঙ্গিরা। তারপর তাঁকে গুলি করে মেরে ফেলা হয়।

তাঁর পুঞ্চের বাড়িতে যাচ্ছিলেন ওই সময় তিনি। পরিবারের সকলের সঙ্গে ইদ পালন করবেন বলে। গাড়িতে করে যাওয়ার সময়েই অপহরণ করা হয় তাঁকে।

ওই সময় শ্রীনগর থেকে ২৫০ কিলোমিটার দূরে মেনধারের কাছে তাঁর গ্রাম তাঁর মৃত্যুতে রীতিমত ক্ষোভে ফেটে পড়ে। ওই গ্রামের অন্তত পঞ্চাশ জন বাসিন্দা সেই সময় দাবি করেছিলেন, সৌদি আরবে অত্যন্ত লোভনীয় চাকরির প্রস্তাব হেলায় ফিরিয়ে দিয়ে তাঁরা ঔরঙ্গজেবের গ্রাম সালানিতেই থেকে যেতে চান পুলিশ অথবা সেনাবাহিনীতে যোগ দিয়ে এই হত্যার প্রতিশোধ নেবেন বলে।

ঔরঙ্গজেবের মৃত্যুর পর দুই পুলিশকর্মী এবং একজন সিআরপিএফ জওয়ানকেও একইভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়।

 

 

.