This Article is From Mar 21, 2019

জম্মু ও কাশ্মীর সীমান্তে পাক হামলায় নিহত ১ সেনা

এই নিয়ে গত জানুয়ারি থেকে নিয়ন্ত্রণরেখায় ১১০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করল ভারতের এই প্রতিবেশি দেশ।

জম্মু ও কাশ্মীর সীমান্তে পাক হামলায় নিহত ১ সেনা

নিহত হলেন ২৪ বছরের রাইফেলম্যান যশ পাল।

শ্রীনগর:

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের হামলা চালাল পাকিস্তান। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে হামলা চালায় তারা। যার ফলে নিহত হলেন ২৪ বছরের রাইফেলম্যান যশ পাল। সুন্দরবনী সেক্টরে হামলা চালিয়েছিল পাকিস্তান। এই নিয়ে গত জানুয়ারি থেকে নিয়ন্ত্রণরেখায় ১১০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করল ভারতের এই প্রতিবেশি দেশ। সোমবার রাতে পাকিস্তান সেনা মর্টার বোম ছুঁড়ে এবং অন্যান্য ছোট অস্ত্র দিয়ে হামলা চালায় সীমান্তে। নিয়ত্রণরেখার সামনে আখনুর এবং সুন্দরবনী সেক্টরে ওই হামলার ফলে নিহত হন একজন ভারতীয় সেনা এবং আহত হন চারজন। ভারতীয় সেনার মুখপাত্র জানান, করমজিৎ সিং নামের এক রাইফেলম্যান গুরুতর আহত হন। তারপর তাঁর মৃত্যু হয়।

জম্মু-কাশ্মীরের ক্যাম্পে ৩ সিআরপিএফকে গুলি করে আত্মহত্যার চেষ্টা জওয়ানের

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হওয়ার পর ভারতীয় বায়ুসেনা ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে হামলা চালায়। তারপর থেকেই পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন করার সংখ্যা ভয়াবহভাবে বেড়ে যায়।

গত বছর ২০১৮ সালে পাকিস্তানি সেনার পক্ষ থেকে সর্বাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে।  

.