সেই ভিডিওতে দু' জন করোনাভাইরাস আক্রান্ত দম্পতিকে দেখা গিয়েছে।
হাইলাইটস
- করোনাভাইরাস আক্রান্ত এক দম্পতির হৃদয় বিদারক ভিডিও
- সেই ভিডিও শেয়ার হয়েছে টুইটারে
- দেখা গিয়েছে, আইসিইউ-তে একে অপরকে বিদায় জানাচ্ছেন ওই বৃদ্ধ দম্পতি
হৃদয় বিদারক (heart Breaking) একটা ভিডিও সাম্প্রতিক ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, অশীতিপর করোনাভাইরাস (Coronavirus Patients) আক্রান্ত এক দম্পতি হাসপাতালে, এক অপরকে বিদায় জানাচ্ছেন। সেই ভিডিও (Says Good Bye) টুইটারে ছেড়ে নীচে লেখা, "দম্পতির সংজ্ঞা কী? করোনাভাইরাস আক্রান্ত এক দম্পতি আইসিইউ-তে একে অপরকে বিদায় জানাচ্ছেন। হয়তো শেষবারের মতো!
Coronavirus: চিন থেকে এদেশে আসার জন্যে ভিসা থাকলেও তা এখন "বৈধ নয়", বিবৃতি জারি ভারতের
সেই ভিডিও দেখে নেটিজেনরা বেশ বিমর্ষ। একজন লিখেছেন, দেখেই খারাপ লাগছে বয়স্ক এই দুজনের ভিতর কী চলছে! সত্যি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ধন্যবাদ এমন ভিডিও আমাদের দেখানোর জন্য। আরও একজন লিখেছেন, দুজনেই ভালোবাসার প্রতি দায়বদ্ধ। সত্যি ভালবাসা আমৃত্যু সঙ্গে থাকে। একজন একটু কড়া ভাষাই লিখেছেন, আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। কী করে একজন এই ধরণের ভিডিও করতে পারে। যে খানে দুজন অসহায় একে অপরের সাহায্যপ্রার্থী। মানুষের দুঃখ-কষ্ট অপিরিমিত। এই ভিডিও তার প্রমাণ। এমনটাও লিখেছেন এক নেটিজেন। চিনে এই ভাইরাসের প্রকোপে প্রায় ৩৬১ জনের মৃত্যুর খবর মিলেছে। সোমবার এমনটাই জানিয়েছে, সে দেশের স্বাস্থ্যমন্ত্রক।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)