This Article is From Nov 10, 2018

ককপিটে ধোঁয়া, উড়ে গিয়েও দমদমে ফিরে এল গুয়াহাটিগামী বিমান

গতকাল দমদম বিমানবন্দর থেকে গুয়াহাটিগামী একটি বিমান ৭৬ জন যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করেও কয়েক মিনিটের মধ্যে দমদমেই ফিরে আসতে বাধ্য হল।

ককপিটে ধোঁয়া, উড়ে গিয়েও দমদমে ফিরে এল গুয়াহাটিগামী বিমান

বিমানটি মাটি ছাড়ার ১৫ মিনিট বাদেই ফের ফিরে আসে দমদমে।

কলকাতা:

ফের বিপদের মুখে পড়ল বিমান, জরুরি অবতরণ করতে হল তড়িঘড়ি। গতকাল দমদম বিমানবন্দর থেকে গুয়াহাটিগামী একটি বিমান ৭৬ জন যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করেও কয়েক মিনিটের মধ্যে দমদমেই ফিরে আসতে বাধ্য হল।

শ্বাসকষ্টে ভুগে বিমানের মধ্যেই মৃত্যু 11 মাসের শিশুর

এর কারণ হিসেবে জানা গিয়েছে, বিমানটি উড়তে শুরু করার পরই তার ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।  "কলকাতার দমদমের নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে সংশ্লিষ্ট বিমানটি রাত ৮:৩০ মিনিট নাগাদ জরুরি অবতরণ করে। বিমানটি ওড়ার ১৫ মিনিট বাদেই ফের ফিরে আসে সেটি বিমানবন্দরে", এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার এক কর্তা এই কথা জানান। 

মোবাইল চার্জ করতে ককপিটে ঢুকে পড়ায় বিমান থেকে নামিয়ে দেওয়া হল যাত্রীকে

প্রসঙ্গত, ককপিট থেকে স্মোক অ্যালার্ম বেজে ওঠার সঙ্গে সঙ্গেই বিমানের চালক এয়ার ট্র‍্যাফিক কন্ট্রোল বা এটিসিকে খবরটা দেন।

উড়তে শুরু করার সঙ্গে সঙ্গে 189 জন যাত্রী নিয়ে সমুদ্রে গিয়ে পড়ল বিমান



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.