This Article is From Nov 11, 2018

ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে তীব্র গুলির লড়াই নিরাপত্তাবাহিনীর

ভোটের আগের দিন প্রবল গুলির লড়াই চলল ছত্তিশগড়ের অন্তগড় গ্রামে। নিরাপত্তা বাহিনী আর মাওবাদীদের মধ্যে। রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক আগেরদিন সাতটা বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা।

আরেকটি গুলির লড়াই চলল বিজাপুরে

রায়পুর:

ভোটের আগের দিন প্রবল গুলির লড়াই চলল ছত্তিশগড়ের অন্তগড় গ্রামে। নিরাপত্তা বাহিনী আর মাওবাদীদের মধ্যে। রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক আগেরদিন সাতটা বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। রাজধানী রায়পুর থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত কাঙ্কের জেলার ওই গ্রাম। এক পুলিশ কর্তা জানান, তাঁরা এলাকা ঘিরে ফেলার পর তাঁদের সঙ্গে আক্রমণে যোগ দেয় বিএসএফ। ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণ হয়ে এক জওয়ান আহত হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক আইইডি ওই জায়গায় পুঁতে রাখা ছিল।  এই ঘটনা ছাড়াও অন্য আরেকটি ঘটনায় নিরাপত্তাবাহিনী এবং মাওবাদীদের মধ্যে তীব্র গুলির লড়াই চলে বিজাপুরে। একজন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। আরেকজন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে৷ 

 

মাওবাদী-দমন অভিযানে স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই গুলির লড়াই শুরু হয়। 

 

আগামীকাল সোমবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট হবে বস্তার ডিভিশনের সাতটি এবং রাজনন্দগাঁও জেলায়। 

 

প্রায় এক লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে আগামীকাল ছত্তিশগড়ের প্রথম দফা নির্বাচনের জন্য।

 

এর আগে, সাধারণ মানুষদের ভোট বয়কট করার ডাক দিয়েছিল মাওবাদীরা। 

.