নাইরোবি: রবিবার কেনিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে ভেঙে পড়ল ইথিওপিয়া এয়ারলাইন্সের(Ethiopian Airlines) একটি বিমান। ওই বিমানে মোট ১৪৯ জন যাত্রী এবং আটজন বিমানকর্মী ছিলেন। সংবাদসংস্থা রয়টার্সকে এই কথা জানান ওই বিমানসংস্থার এক কর্তা। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বের একটি শহর বিশোফতুর সামনে ভেঙে পড়ে এই বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স বিমানটি। “সকাল ৮:৪৪ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে”, নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্তা জানান। যাঁরা এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন, তাঁদের পরিবারের উদ্দেশে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী টুইটারের মাধ্যমে সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে এই কথা জানানো হয়।
যাত্রীদের জন্য নতুন অফার নিয়ে এল গো এয়ার
“সরকার ও ইথিওপিয়ার সমস্ত নাগরিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর অফিস ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশে গভীর শোকপ্রকাশ করছে। এই প্রবল খারাপ সময়ে তাঁদের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। বিমানটি আজ সকালে কেনিয়ার নাইরোবিতে যাচ্ছিল”। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে টুইট করে এই কথা জানানো হয়।