This Article is From Jan 05, 2019

ভয়ঙ্কর শব্দ করে বিমানের ইঞ্জিন বিগড়ে গেল মাঝ আকাশে, কোনওমতে বাঁচলেন যাত্রীরা

ফের যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হল বিমান। এবারে ঘটনাটি ঘটল ইন্ডিগোর এয়ারবাসের সঙ্গে। আকাশপথেই প্রবল শব্দ করে বিগড়ে গেল ইঞ্জিন।

ভয়ঙ্কর শব্দ করে বিমানের ইঞ্জিন বিগড়ে গেল মাঝ আকাশে, কোনওমতে বাঁচলেন যাত্রীরা

৩ জানুয়ারি চেন্নাই থেকে কলকাতা আসার পথে ঘটে এই ঘটনাটি।

মুম্বাই:

ফের যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হল বিমান। এবারে ঘটনাটি ঘটল ইন্ডিগোর এয়ারবাসের সঙ্গে। আকাশপথেই প্রবল শব্দ করে বিগড়ে গেল ইঞ্জিন। সমস্যা এতটাই জটিল হয়ে পড়ে যে বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয় চেন্নাই বিমানবন্দরে। বিমানটি গত ৩ জানুয়ারি চেন্নাই থেকে কলকাতায় আসছিল। যদিও, প্রত্যক্ষদর্শীদের দাবির থেকে কিঞ্চিৎ আলাদা কথা বলেছে ইন্ডিগোর পেশ করা বিবৃতিটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিমানটি মাঝ আকাশেই বিশাল শব্দ করে ইঞ্জিন বিগড়ে যাওয়ার ইঙ্গিত দেয়। অন্যদিকে, বিবৃতিতে জানানো হয়েছে বিমানটি চলার সময় কয়েকজন বিমানকর্মী কিছু 'যান্ত্রিক গোলযোগ'-এর আভাস পান। তারপরেই বিমানটিকে ফের চেন্নাই বিমানবন্দরে নিয়ে আসা হয়।

যদিও, এই ঘটনাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে কেন্দ্রীয় বিমানমন্ত্রক। সংবাদসংস্থা পিটিআইকে এই মন্ত্রকের সচিব আর এন চৌবে বলেন, "এই ঘঠনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিমানমন্ত্রক। আমরা আগামী মঙ্গলবার ব্যাপারটি নিয়ে পর্যালোচনা করব। একটি তদন্তকমিটিও গঠন করা হবে"। 

তদন্ত রিপোর্ট সামনে আসার আগে পর্যন্ত এই এয়ারবাস যে সংস্থা তৈরি করেছে এবং আমেরিকার বিখ্যাত বিমান ইঞ্জিত প্রস্তুতকারক সংস্থা প্র্যাট অ্যান্ড হুইটনির থেকে যন্ত্রাংশ নেওয়াও বন্ধ থাকবে বলে তিনি সাফ জানিয়ে দেন।

প্রসঙ্গত, এর আগেও এই সংস্থার ইঞ্জিনে এই ধরনের গোলযোগ দেখা দেওয়ায় বিপদের মুখে পড়েছিলেন বহু যাত্রী। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আবার।

.