অ্যানাকোন্ডা গিলতে ব্যস্ত এক অ্যালিগটরকে। দুর্ধর্ষ সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়।
ব্রাজিলের পন্টা নেগ্রোতে এক অ্যানাকোন্ডাকে দেখা গেল কুমিরকে গেলে খেতে। ৭ অগাস্টের এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে এটাও দেখা গিয়েছে স্থানীয়রা সেই কুমিরকে বাঁচাতে যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন। সেদিনের ঘটনার পর ডার্নান্ডো রেইস বলেছেন, "বাড়ি ফেরার পথে এই ঘটনা আমার চোখে পড়ে। দেখি অন্যরা ওই দুই সরীসৃপকে পৃথক করার চেষ্টা করছে।" সর্পবিদদের দাবি, "ছয় ফুট উচ্চতা ছিল এই অ্যানাকোন্ডার।"
নীচের সেই ভিডিও:
এই ভিডিও বেশ ভাইরাল। পরিবেশ ও বন্যপ্রাণপ্রেমীরা বরং স্থানীয়দের দোষারোপে ব্যস্ত। তাদের উচিত হয়নি ওই অ্যানাকোন্ডার মুখের গ্রাস কেড়ে নেওয়া এমনটাই দাবি নেটিজেনদের।
Click for more
trending news