বাড়িতে বসেই কীভাবে করোনা প্রতিরোধক মুখোশ বানাবেন, শেখালেন আনন্দ মাহিন্দ্রা।
নয়া দিল্লি: দেশে করোনা আক্রান্তের (Corona Outbreak) সংখ্যা ৮১। মৃত এক। এই পরিস্থিতিতে ঘরে বসে কীভাবে সংক্রমণ প্রতিরোধী মুখোশ বানাবেন (Making facemask), দেখালেন আনন্দ মাহিন্দ্রা। শুক্রবার টুইটারে এই পদ্ধতি বিশ্লেষণ করেন তিনি (Anand Mahindra)। দেশের প্রথমসারীর অন্যতম এই উদ্যোগপতি টুইটারে লেখেন, "আমার মনে হয় না এখন থেকে আর মুখোশ সঙ্কট দেখা যাবে। জোগার করে কাজ চালাতে ভারতীয়রা ওস্তাদ!" টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, একজন মহিলা ডিআইওয়াই (DIY Technique ) ফেসমাস্ক তৈরি করছে। ঘরেই পাওয়া যায় এমন উপকরণ-- টিস্যু পেপার রোল, দুটো ইলাস্টিক রাবার ব্যান্ড আর স্টেপলার' দিয়ে তৈরি করা হচ্ছে ওই মুখোশ।
আতঙ্কিত হবেন না, বড় জমায়েত এড়িয়ে চলুন, করোনা রুখতে মুখ্যমন্ত্রীর পরামর্শ
সেই পোস্ট দেখে বেশ বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, বহুমাস আগে একজন টিকটক ইউজার এই ভাবনা সামনে এনেছিলেন। ফের প্রমাণিত ভারতীয়রা জোগারে ওস্তাদ। একজন আবার লেখেন, "আমরা যা খুশি করতে পারি।" একজন নেটিজেন লিখেছেন, "প্রতিষেধকযোগ্য রুমাল দিয়েও আমরা মুখোশ বানাতে পারি।
৬ মাসের বেশি সময় ধরে আটক ফারুক আবদুল্লাকে মুক্তি দেওয়ার ঘোষণা
একজন আবার বিরক্তির সুরে লিখেছেন, এটা কতটা কার্যকরী? এগুলো সৃজনশীলতার জন্য পর্যাপ্ত। কিন্তু রোগ প্রতিরোধে কার্যকরী না।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)