தமிழில் படிக்க
This Article is From Feb 14, 2019

আড়াই লক্ষেরও বেশি দামি অষ্টধাতুর মূর্তি চুরির অভিযোগে গ্রেফতার এক

কৃষ্ণমূর্তিটির ওজন ১৮ কেজিরও বেশি এবং রাধা মূর্তিটির ওজন ১২ কেজির কিছুটা বেশি।

Advertisement
অল ইন্ডিয়া

আন্তর্জাতিক বাজারে মুর্তি দু’টির বাজার মূল্য আড়াই কোট্র বেশি

Highlights

  • অভিযুক্ত সইদ জিলনুর আলিয়াস কাকা আলিয়াস রাজাকে (৪৬) মূর্তি-সহ ধরা হয়েছে
  • কৃষ্ণমূর্তিটির ওজন ১৮ কেজিরও বেশি
  • রাধা মূর্তিটির ওজন ১২ কেজির কিছুটা বেশি
ভুবনেশ্বর:

আড়াই কোটি টাকারও বেশি দামী একটি প্রাচীন রাধাকৃষ্ণের মূর্তি চুরির অভিযোগে উড়িষ্যা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশ্যাল টাস্ক ফোর্স বুধবার এক ব্যক্তিকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে মূর্তি উদ্ধার করা হয়েছে।

টাকা ফিরিয়ে নিতে ব্যাঙ্ক গুলিকে কেন নির্দেশ দিচ্ছেন না মোদী , টুইটে প্রশ্ন বিজয় মালিয়ার

স্পেশ্যাল টাস্কফোর্সের অফিসার পিআর শতপথী বুধবার জানান অভিযুক্ত সইদ জিলনুর আলিয়াস কাকা আলিয়াস রাজাকে (৪৬) মূর্তি-সহ ধরা হয়েছে ভুবনেশ্বরের যাদুপুর থেকে। এবং তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

Advertisement

কৃষ্ণমূর্তিটির ওজন ১৮ কেজিরও বেশি এবং রাধা মূর্তিটির ওজন ১২ কেজির কিছুটা বেশি। বাজেয়াপ্ত করা মূর্তি দু'টির বর্তমান বাজার মূল্য আন্তর্জাতিক বাজারে আড়াই কোটির বেশি হবে বলে জানিয়েছে পুলিশ।

Gully Boy Review: রণভীর দেখিয়ে দিলেন ‘আপনা টাইম আয়েগা'! স্বপ্নপূরণের গল্প গলি বয়

Advertisement

মিস্টার শতপথী বলেন ওই দুটি মূর্তি অষ্টধাতু দিয়ে তৈরি এবং যে ব্যক্তির কাছ থেকে গুলি ধরা হয়েছে তার কাছে মূর্তির দখল সংক্রান্ত কোনও কাগজ ছিল না।

আর একটি পৃথক ঘটনায় এক্সাইজ দফতরের অফিসারেরা এক ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াকে গ্রেফতার করেছেন। তার কাছে তিরাশি গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

Advertisement

আরও খবর দেখুন এখানে

Advertisement