Read in English
This Article is From Apr 01, 2019

ফের ভূমিকম্প, দু’ঘণ্টায় ন’বার কেঁপে উঠল মাটি

দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আর্কিপেলাগো এমনিতেই যথেষ্ট ভূমিকম্পপ্রবণ এলাকা। এমনিতে প্রায় নিত্যদিনই এক আধটা কম্পন সেখানে অনুভূত হয়।

Advertisement
ওয়ার্ল্ড

দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আর্কিপেলাগো ভূমিকম্পপ্রবণ এলাকা।

Highlights

  • দু’ঘণ্টায় ন’টি কম্পন অনুভূত হয়
  • প্রথম কম্পন অনুভূত হয় সকাল ৫.১৪ মিনিটে
  • এত কম সময়ে এতগুলো কম্পন সাধারণত দেখা যায় না
নিউ দিল্লি:

একটা বা দু'টো নয়, পরপর ন'টি মাঝারি ধরনের ভূমিকম্প আর তার ম্যাগনিটিউডের বিস্তৃতি প্রায় ৪.৭ থেকে ৫.২। সোমবার সকালে এমনই অভিজ্ঞতার সাক্ষী হল আন্দামান নিকোবর আইল্যান্ড। দু'ঘণ্টার মধ্যে ন'টি কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৫টা ১৪ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। তার মাত্রা ছিল ৪.৯। তার কয়েক মিনিটের মাথায় দ্বিতীয় কম্পন আসে। সেটির মাত্রা ছিল ৫। সকাল ৬টার সময়ে যে কম্পনটি বোঝা পৌঁছেছিল তা উঠেছিল ৫.২ মাত্রায়।

সপ্তাহের প্রথম দিনেই রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল সেনসেক্স

দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আর্কিপেলাগো এমনিতেই যথেষ্ট ভূমিকম্পপ্রবণ এলাকা। এমনিতে প্রায় নিত্যদিনই এক আধটা কম্পন সেখানে অনুভূত হয়। তবে এক সঙ্গে দু'ঘণ্টার মধ্যে একগুলি কম্পনে বেশ খানিকটা আতঙ্কের সৃষ্টি হয়ে গিয়েছিল স্থানীয়দের মধ্যে।

Advertisement

Advertisement
Advertisement