हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 14, 2020

হাতুড়ি পেটা করে ছেলেকে মারলো বাবা! সিসিটিভিতে এই হাড়হিম দৃশ্য

অভিযুক্ত আর মৃত দু'জনেই মার্চেন্ট নেভির কর্মী। একসপ্তাহ আগেই ছুটিতে বাড়ি ফিরেছেন নিহত জলরাজু

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from ANI)

Highlights

  • সম্পত্তিগত বিবাদে বাবার হাতে ছেলে খুন, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের
  • নিহত ও অভিযুক্ত দু'জনেই মার্চেন্ট নেভির কর্মী
  • গোটা ঘটনা ধরা পড়েছে পার্কিং লটের সিসিটিভি ফুটেজে
বিশাখাপত্তনম:

হাতুড়ির ঘা দিয়ে ছেলেকে হত্যা করলেন এক ব্যক্তি। আর এই গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (Viral CCTV footage in Visakhapattanam)। শুক্রবার সকাল থেকে এই ভাইরাল সিসিটিভি ভিডিও ঘিরে চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। জানা গিয়েছে, অভিযুক্ত বীরা রাজু খুনের পর আত্মসমর্পণ করেছেন। সম্পত্তিগত বিবাদের জেরে এই ঘটনা (Man hammered to death by father)। আর মৃত ব্যক্তি অভিযুক্তের ছেলে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সিসিটিভি ফুটেজ শহরের একটি কার পার্কিংয়ের। ছেলেকে পিছন থেকে হঠাৎ আক্রমণ করেন অভিযুক্ত। হাতুড়ির ঘায়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
জানা গিয়েছে, অভিযুক্ত আর মৃত দু'জনেই মার্চেন্ট নেভির কর্মী। একসপ্তাহ আগেই ছুটিতে বাড়ি ফিরেছেন নিহত জলরাজু।

বিশাখাপত্তনম পশ্চিমের পুলিশকর্তা বলেছেন, "অপরাধ করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন বীরা রাজু। খুনের ধারায় মামলা রুজু হয়েছে। কোর্টের নির্দেশে তাঁকে জেলে হেফাজতে পাঠানো হয়েছে।"



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement