Read in English
This Article is From Oct 19, 2018

যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত সেলিব্রিটি ম্যানেজারের আত্মহত্যার চেষ্টা

"তাঁকে থানায় নিয়ে আসে পুলিশ। আমরা তারপর তাঁর বন্ধু ও পরিবারের সদস্যদের ঘটনাটা জানাই। পরে তাঁরা এসে ওঁকে নিয়ে যান", বলেন পদস্থ পুলিশ কর্তা অনিল দেশমুখ। 

Advertisement
অল ইন্ডিয়া Translated By

ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যান তিনি।

Highlights

  • যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত অনির্বাণ ব্লা
  • বহু মহিলা তাঁর নামে অভিযোগ আনেন সোশ্যাল মিডিয়াতে
  • গতকাল রাতে ভাসির ব্রিজ থেকে ঝাঁপ দিতে যান তিনি
মুম্বাই:

এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল সেলিব্রিটি ম্যানেজার অনির্বাণ দাস ব্লা-এর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের অপমানটি সহ্য করতে না পেরে নবি মুম্বাইতে গতকাল মধ্য রাতে আত্মহত্যা করতে গেলেন তিনি। কোয়ান এন্টারটেইনমেন্টের সহ-কর্ণধার গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ ভাসি এলাকার এক ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গেলে পুলিশ বাধা দেয় তাঁকে।  পুলিশ জানিয়েছে, প্রবল অবসাদগ্রস্ত ছিলেন তিনি। আত্মহত্যা করার চেষ্টার সময় কান্নাকাটিও করছিলেন। 

"তাঁকে থানায় নিয়ে আসে পুলিশ। আমরা তারপর তাঁর বন্ধু ও পরিবারের সদস্যদের ঘটনাটা জানাই। পরে তাঁরা এসে ওঁকে নিয়ে যান", বলেন পদস্থ পুলিশ কর্তা অনিল দেশমুখ। 

এই সপ্তাহের শুরুর দিকে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় কোয়ান এন্টারটেইমেন্টের কর্তার পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় বহু মহিলা তাঁর নামে অভিযোগ এনেছেন।  

Advertisement

"শেষ কয়েকটা দিন অত্যন্ত খারাপ কাটছে। #মি টু আন্দোলনের ফলে যাঁদের যাঁদের নাম যেভাবে সামনে আসছে, তা দেখে আমরা এখন ভাবনাচিন্তা শুরু করেছি, কর্মক্ষেত্রে আমরা সত্যিই একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে পারছি কি না", একটি বিবৃতি দিয়ে এই কথা বলা হয় কোয়ান এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে। 39 বছরের অনির্বাণকে যে পদত্যাগ করতে বলা হয়েছে, সেটিও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

Advertisement