Read in English
This Article is From Oct 13, 2018

চলে গেলেন সুর সম্রাজ্ঞী অন্নপূর্ণা দেবী, টুইটারে শোকপ্রকাশ মমতার

মাত্র চোদ্দবছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল ভারতীয় সুর জগতের আরেক নক্ষত্র রবিশঙ্করের সঙ্গে। যে বিয়ে স্থায়ী হয়েছিল কুড়ি বছর।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

শনিবার মুম্বাইয়ের এক হাসপাতালে একানব্বই বছর বয়সে প্রয়াত হলেন অন্নপূর্ণা দেবী।

কলকাতা:

হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতা, অথচ, তাঁর সুরবাহারের মূর্ছনায় পাগল হয়ে যাননি, এমন মানুষ অল্পই আছেন। তেমনই একজন হলেন মাইহার এস্টেটের প্রাক্তন মহারাজা ব্রিজনাথ সিংহ। তিনি তাঁর নাম রেখেছিলেন ‘অন্নপূর্ণা’। তারপর থেকে ওই নামেই পরিচিত হয়ে যান তিনি। মাত্র চোদ্দবছর বয়সে তাঁর বিয়ে হয়েছিল ভারতীয় সুর জগতের আরেক নক্ষত্র রবিশঙ্করের সঙ্গে। যে বিয়ে স্থায়ী হয়েছিল কুড়ি বছর। শনিবার মুম্বাইয়ের এক হাসপাতালে একানব্বই বছর বয়সে প্রয়াত হলেন অন্নপূর্ণা দেবী। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, “অন্নপূর্ণা দেবীর প্রয়াণে গভীরভাবে শোকাহত আমরা। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল”।

বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভোর তিনটে একান্নর সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর কন্যা এবং শিষ্যা।

Advertisement
Advertisement