রাজ ঠাকরে বলেন, যাবতীয় সব সমস্যা থেকে মানুষের মনোযোগ সরিয়ে ফেলে দেশপ্রেমের দিকে নিজে যাচ্ছে বিজেপি
হাইলাইটস
- BJP, PM Modi have "miserably failed" in all their policies: Raj Thackeray
- Another 'Pulwama-type' strike to divert attention from problems, he said
- He was addressing the 13th anniversary celebrations of the MNS
মুম্বাই: মাস দু'য়েকের মধ্যেই আরেকটা পুলওয়ামা আক্রমণ হতে চলেছে। অন্তত এমনটাই জোর গলায় বলছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (Maharashtra Navnirman Sena) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray)। শনিবার রাজ ঠাকরে দাবি করেছেন, “ঠিক পুলওয়ামার মতোই আরেকটা হামলা আগামী মাস দু'য়েকের মধ্যেই সংগঠিত হবে।” রাজ ঠাকরে মনে করছেন লোকসভা নির্বাচন কাছাকাছি এলেই ফের বিধ্বংসী হামলার আয়োজন করা হবে দেশে।
জম্মু-কাশ্মীরের বাদগামের বাড়ি থেকে জওয়ানকে অপহরণ করে নিয়ে গেল জঙ্গিরা
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ১৩ তম প্রতিষ্ঠা দিবসে রাজ ঠাকরে বলেন, “আমার কথাগুলো মিলিয়ে নেবেন। যাবতীয় সব সমস্যা থেকে মানুষের মনোযোগ সরিয়ে ফেলে দেশপ্রেমের বাতাবরণ তৈরি করতে আগামী দুই মাসে লোকসভা নির্বাচনের সময় অন্য আরেকটি ‘পুলওয়ামার মতোই আক্রমণ' আয়োজন করা হবে।
পাঁচ বছরে দু'বার নয় তিনবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে: রাজনাথ
রাজ ঠাকরের আরও অভিযোগ, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের ইস্যু সহ তাঁদের সকল নীতিতে বিচ্ছিরিভাবে ব্যর্থ হয়েছেন। ফলে জনগণের ভোট পেতে এখন তাঁদের হাতিয়ার এই দেশপ্রেমই।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)