This Article is From Aug 11, 2018

অমিত শাহের সভার আগেই বিজেপি-বিরোধী পোস্টার পড়ল মেয়ো রোডে

কলকাতায় অমিত শাহের সমাবেশের ঠিক আগেই গতকাল মেয়ো রোডের চারপাশে বিজেপি বিরোধী পোস্টার পড়ল। যেখানে লেখা- “বাংলা বিরোধী বিজেপি ফিরে যাও”।

অমিত শাহের সভার আগেই বিজেপি-বিরোধী পোস্টার পড়ল মেয়ো রোডে

গত 1 অগস্ট কলকাতা পুলিশ ঘোষণা করে, সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে অমিত শাহকে।

কলকাতা:

কলকাতায় অমিত শাহের সমাবেশের ঠিক আগেই গতকাল মেয়ো রোডের চারপাশে বিজেপি বিরোধী পোস্টার পড়ল।   তাতে লেখা রয়েছে, “বাংলা বিরোধী বিজেপি ফিরে যাও”।

গতকালই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এবং পি মুরলীধর রাও মেয়ো রোডের যে স্থানে অমিত শাহের সমাবেশ হওয়ার কথা, সেই স্থানটি পরিদর্শন করেন। খুঁটিয়ে দেখেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে, কয়েকটি রিপোর্টে প্রকাশ পেয়েছিল যে প্রাথমিকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার অমিত শাহের সমাবেশের অনুমতি দেয়নি বিজেপিকে। তারপরই আসরে নামে কলকাতা পুলিশ। তারা জানায়, এই জল্পনা ভিত্তিহীন।

যে সব রিপোর্ট নিয়ে জল্পনা শুরু হয়েছিল, তার প্রতিক্রিয়ায় অমিত শাহ জানিয়েছিলেন, তিনি শুধু যে কলকাতা যাচ্ছেন, তা-ই নয়। কলকাতায় গিয়ে গ্রেফতারি বরণ করতেও প্রস্তুত তিনি। অমিত শাহ বলেন, “আমি অনুমতি পাব কি পাব না, সেটা বড় কথা নয়। কলকাতায় আমি যাবই। রাজ্য সরকার চাইলে আমাকে গ্রেফতার করতে পারে।”

যদিও, 1 অগস্ট কলকাতা পুলিশ ঘোষণা করে দেয়, কলকাতায় সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে অমিত শাহকে।

গত 30 জুলাই অসমের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) বা জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশ করার পর থেকেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে তরজা তুঙ্গে ওঠে। ওই খসড়াটি থেকে অসমের 40 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ পড়েছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির চূড়ান্ত খসড়াটির বিরুদ্ধে সরব ছিলেন প্রথম থেকেই। তিনি অভিযোগ করেন, 2019 সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই খসড়াটি তৈরি করেছে বিজেপি।  

.