This Article is From May 24, 2018

স্টারলাইটে পুলিশের গুলির প্রতিবাদে ডিএমকে এবং শরিকরা 25 মে বনধ ডাকলেন

তুতিকোরিনের বিক্ষোভে পুলিশের গুলি চালানোর ঘটনার প্রতিবাদে আগামী 25 মে বারো ঘন্টার বনধ ডাকা হল তামিলনাড়ুতে

স্টারলাইটে পুলিশের গুলির প্রতিবাদে ডিএমকে এবং শরিকরা 25 মে বনধ ডাকলেন

তামিলনাড়ুতে বারো ঘন্টার বনধ ডাকার সিদ্ধান্ত নিলেন ডিএমকে ও তার শরিকরা।

চেন্নাই: তুতিকোরিনের বিক্ষোভে পুলিশের গুলি চালানোর ঘটনার প্রতিবাদে আগামী 25 মে বারো ঘন্টার বনধ ডাকা হল তামিলনাড়ুতে।

ডিএমকে এবং অন্যান্য বিরোধী দল বুধবার দিন তামিলনাড়ুতে এই সিদ্ধান্ত নেন। তুতিকোরিনের ঘটনায় এখনও পর্যন্ত 11 জন মারা গিয়েছেন।

ডিএমকে নেতৃত্ব গত মঙ্গলবার সমস্ত দলের সমস্ত জেলা সদর দফতরে তুতিকোরিনে পুলিশি অত্যাচারের প্রতিবাদে আগামী 25 মে প্রতিবাদ-কর্মসূচী গ্রহণ করার আবেদন জানান।

বুধবার মাঝরাতের একটি বিবৃতিতে ডিএমকের পক্ষ থেকে জানানো হয়েছে, কপার কারকানার বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি চালনার ঘটনার বিরূদ্ধে যে সর্বদলীয় প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রাথমিকভাবে, তার বদলে আগামী 25 মে বনধ পালন করা হবে।

তুতিকোরিন এবং তার আশেপাশের জেলার বাসিন্দাদের ক্রমশ বাড়তে থাকা ক্ষোভের কথা উল্লেখ করে বলা হয়েছে, “তামিলদের অনুভূতি প্রতিফলিত হবে এই বনধে”।

“ডিএমকে, সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, দ্রাবিড়ার কাঝাগম, মারুমালারচি দ্রাবিড়া মুন্নেত্র কাঝাগম, সিপিআই, সিপিএম, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, ভিদুথালাই চিরুথাইগল কাতচি এবং মনিথানেয়া মাক্কাল কাতচি পইত্যাদি দল সারাদিনব্যাপী এই রাজ্য-জুড়ে প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণ করবে”। জানিয়েছে ডিএমকে।  

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.