This Article is From Mar 28, 2020

'শ্রমিকদের পৌঁছোতে কোনও যানবাহন নেই!' ক্ষোভে ফেটে পড়লেন অনুরাগ

ব্যথিত বলিউড পরিচালক টুইটারে লেখেন, "যারা পায়ে হেঁটে ফিরছেন তাঁদের সুষ্ঠুভাবে পৌঁছোনোর কথা আগেই বলেছিলাম। তখন সবাই আমায় গালাগালি করেছিলেন।

'শ্রমিকদের পৌঁছোতে কোনও যানবাহন নেই!' ক্ষোভে ফেটে পড়লেন অনুরাগ

ভিনদেশি শ্রমিকদের হয়ে মুখর অনুরাগ কাশ্যপ

হাইলাইটস

  • ফের টুইটাঘাত অনুরাগ কাশ্যপের
  • এবার তিনি শ্রমিকদের হয়ে মুখ খুললেন
  • অনুরাগ কিছু বললেই সেটা ভাইরাল
নয়া দিল্লি:

করোনা ভাইরাস (Coronavirus) ভারত সহ সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। এই মহামারীতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫,৪৯,৬৫৫। প্রাণ হারিয়েছেন ২৪,৮৬৬ জন। সংক্রমণ কমাতে পুরো দেশে চলছে লকডাউন (Lockdown)। এক এই অবস্থায় এক শহর থেকে আরেক শহর, ভিন রাজ্য থেকে নিজের রাজ্যে শ্রমিকদের ফিরতে হচ্ছে পায়ে হেঁটে।তার ওপর রয়েছে পুলিশি অত্যাচার। এসব দেখে ফের সরব পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। চড়া রোদে তাঁদের হেঁটে বাড়ি ফিরতে দেখে পরিচালকের ক্ষোভ, বিদেশ থেকে ভারতীয়দের ফেরাতে হাজারো ব্যবস্থা। আর দিন আনি দিন খাই মানুষগুলোর দিকে কেউ ফিরে দেখার নেই! তাঁরা সব পায়ে হেঁটে বাড়ি ফিরছেন এমন অবস্থায়!

"গরিব আর দিন মজুরদের সুরাহা দিন", চিঠিতে আদিত্যনাথকে বার্তা প্রিয়াঙ্কার

ব্যথিত বলিউড পরিচালক টুইটারে লেখেন, "যারা পায়ে হেঁটে ফিরছেন তাঁদের সুষ্ঠুভাবে পৌঁছোনোর কথা আগেই বলেছিলাম। তখন সবাই আমায় গালাগালি করেছিলেন। অন্য দেশ থেকে ভারতীয় আনতে যানবাহন রয়েছে, এঁদের বেলায় নেই! কেন?"

ছিনতাই ব্যাগ! সর্বস্ব খুইয়ে খিদে-তেষ্টা নিয়ে স্টেশনের বাইরে বসে শ্রমিকরা

এদিকে লকডাউনের মধ্যেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের সন্ধান মিলল। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও ১৪৯ জন নতুন COVID-19 আক্রান্তের সন্ধান মিলেছে। ফলে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৮৭৩ জন, এর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে এই মারণ রোগে।

.