চারজনের একসঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনম।
হাইলাইটস
- বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা গিয়েছিলেন সুনীল ছেত্রীর বাড়িতে
- ছবিটি ভাইরাল হয়েছে
- সুনীলের স্ত্রী জানিয়েছেন, তাঁরা একসঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট ও ফুটবলের দুই মহাতারকা দম্পতি সম্প্রতি একসঙ্গে নৈশভোজ সেরেছিলেন। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা গিয়েছিলেন সুনীল ছেত্রী ও সোনম ভট্টাচার্যের বাড়িতে। চারজনের একসঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনম। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ছবি পোস্টের পাশাপাশি সোনম জানিয়েছেন, কেমন সুন্দর সময় কাটিয়েছেন তাঁরা। তিনি লিখেছেন, ‘‘কোনও ফোন নেই (একমাত্র এই ছবি তোলার সময় ছাড়া), ঘড়ির দিকে তাকানো নেই। কেবল এমন চার ভিন্ন মানুষ সবকিছু নিয়ে আড্ডা দিল।'' এই মেসেজকে বিরুষ্কার প্রতি উৎসর্গ করে সোনম জানান, ‘‘তোমাদের দু'জনকে নৈশভোজে আমন্ত্রণ করে ভাল লাগল। তোমরা দু'জনেই দারুণ।''
ছবিটিতে একসঙ্গে অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, সুনীল ছেত্রী ও সোনম ভট্টাচার্যকে বসে থাকতে দেখা গিয়েছে। ছবিতেও স্পষ্ট দেখা যাচ্ছে চারজনই খুশিতে উচ্ছ্বল। হাসি মুখে ছবি তোলা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে, কতটা হইহই আনন্দে সময় কাটিয়েছেন তাঁরা।
ছবিতে কমেন্ট সেকশনে অনুষ্কা সরস মন্তব্য করে জানান, সেদিন সন্ধ্যা তাঁরা এতই ভাল কাটিয়েছেন, যে পরবর্তী সময়ে বিনা আমন্ত্রণেও হাজির হয়ে যেতে পারেন।''
২০১৭ সালে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের পরে একটি ছবি পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন সুনীল ছে্ত্রী। সেই পোস্ট সকলের মন জিতে নিয়েছিল। সেই ছবিতেও দেখা গিয়েছিল চারজনকে। সুনীল লিখেছিলেন, ‘‘ছবিতে দু'জন অধিনায়ককে দেখা যাচ্ছে। অন্য দু'জন রোজগার করার জন্য ক্রিকেট ও ফুটবল খেলে। আমি নিশ্চিত, একটা সুন্দর যাত্রা শুরু হল। ভালবাসা ও শুভেচ্ছা।''
অনুষ্কা শর্মাকে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো' ছবিতে।