নির্যাতিত মানুষের পাশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সব সময় পাশে দাঁড়াবে"
কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন, নির্যাতন যে কোনো ধরণেরই হোক সেটা সর্ব ক্ষেত্রেই নিন্দনীয়। এবং রাজ্য সরকার নির্যাতিত সেই সকল মানুষের পাশে সব সময় দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।
মুখ্যমন্ত্রী আজ টুইট করে জানান
"নির্যাতনের শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আজকের এই দিনটি আন্তর্জাতিক দিবস রূপে পালন করা হয়। আর যে কোনো ধরণের নির্যাতনকেই আমরা নিন্দার চোখে দেখি। আর তাদের পাশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সব সময় পাশে দাঁড়াবে"
রাষ্ট্র সংঘ প্রতি বছর 26শে জুন অর্থাৎ আজকের দিনটাকে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে একটি আন্তর্জাতিক দিবস পালন করে। এবং সকল মানুষকে এই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার জানায়।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)