This Article is From Jan 20, 2019

ফের সাফল্যের শৃঙ্গে মহিলা, দক্ষিণ মেরুতে সফল অভিযান প্রথম মহিলা আইপিএস অফিসারের

অপর্ণা ২০০২ সালের উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার। তিনি ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের উত্তর সীমান্তের হেডকোয়ার্টারে কর্মরত।

ফের সাফল্যের শৃঙ্গে মহিলা, দক্ষিণ মেরুতে সফল অভিযান প্রথম মহিলা আইপিএস অফিসারের

১৩ জানুয়ারি দক্ষিণ মেরুর সর্বোচ্চ শিখরে পৌঁছন অপর্ণা

হাইলাইটস

  • ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ বিশ্বে ২১১টি সফল পর্বতারোহনের রেকর্ড গড়েছে
  • ১৩ জানুয়ারি দক্ষিণ মেরুর শিখরে পৌঁছন অপর্ণা
  • মন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন
নিউ দিল্লি:

আইপিএস ডিআইজি তথা ইন্ডো-তিব্বত বর্ডার পুলিশের প্রথম মহিলা মহিলা অফিসার হিসাবে অপর্ণা কুমার সফলভাবে দক্ষিণ মেরু অভিযান সম্পন্ন করলেন।

প্রায় ১১১ কিলোমিটার বরফের উপর দিয়ে হেঁটে অতিক্রম করে তিনি দক্ষিণ মেরুতে পৌঁছন। তাঁর সঙ্গে ছিল ৩৫ কিলোগ্রামের পর্বতারোহণের সামগ্রীও। ইতিমধ্যেই তিনি ছ'টি মহাদেশের ছ'টি সর্বোচ্চ চূড়ায় সফল অভিযান চালিয়েছেন।

হাসতে হাসতে ভয় পাওয়ানোর ছক কষেছে ‘বাচ্চা শ্বশুর'

১৩ জানুয়ারি দক্ষিণ মেরুর শিখরে পৌঁছন অপর্ণা। সেখানে তিনি ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের পতাকা স্মারক হিসাবে পুঁতে দেন।

শনিবার ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের কর্মীরা।

গড়িয়াহাটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কাপড়ের দোকান-আবাসনের একাংশ

কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

অপর্ণা ২০০২ সালের উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার। তিনি ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের উত্তর সীমান্তের হেডকোয়ার্টারে কর্মরত।

ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ২১১টি সফল পর্বতারোহন অভিযান চালিয়ে রেকর্ড গড়ে ফেলেছে। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ আদতে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেরই অংশ। তাদের মূল কাজ ১৯৬২ সাল থেকে দেশের হিমালয় সংলগ্ন সীমান্ত এলাকার সুরক্ষা নিশ্চিত করা।

আরও খবর দেখুন এখানে

.