This Article is From Oct 19, 2019

অপর্ণা সেনকে কোচবিহারের ছিটমহলে ঢুকতে বাধা বিএসএফ জওয়ানদের

কোচবিহারের ছিটমহলে ঢুকতে বাধা পেলেন পরিচালক অপর্ণা সেন সহ  সিটিজেন স্পিক ইন্ডিয়ার আরও দু'জন সদস্য। খবর, শনিবার তাঁদের ঢুকতে বাধা দেয় বিএসএফ জওয়ানেরা।

অপর্ণা সেনকে কোচবিহারের ছিটমহলে ঢুকতে বাধা বিএসএফ জওয়ানদের

ফের বাধা পেলেন অপর্ণা সেন

কলকাতা:

কোচবিহারের ছিটমহলে (enclave in Coochbear) ঢুকতে বাধা পেলেন পরিচালক অপর্ণা সেন (Aparna Sen) সহ  সিটিজেন স্পিক ইন্ডিয়ার আরও দু'জন সদস্য। খবর, শনিবার তাঁদের ঢুকতে বাধা দেয় বিএসএফ জওয়ানেরা (BSF)। অপর্ণা সেনের সঙ্গে ছিলেন নারী সুরক্ষা অধিকার কমিটির বোলান গঙ্গোপাধ্যায় এবং এক স্বেচ্ছ্বাসেবী সংস্থার কিছু সদস্য। কোচবিহারের দিনহাটার কলারালা গ্রামে ছিটমহলে বসবাসকারী ১১ টি পরিবারের ৫০ জন সদস্যের সঙ্গে দেখা করার পরিকল্পনা কছিল তাঁদের।

গ্রেফতার প্রদেশ কংগ্রেস নেতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিজেপি প্রতিনিধিদের

এই প্রসঙ্গে বোলানের দাবি, "এই সমস্ত পরিবার ভারতের নাগরিক হয়েও বিএসএফের বিধিনিষেধের দাপটে কার্যত বন্দি-জীবন যাপন করছে। আমরা তাঁদের দুর্দশার কথা জানতে পেরেছি। শুনেছি, তাঁরা বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় প্রকল্পের আওতার সুযোগসুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। তাই তাঁদের সঙ্গে যোগাযোগ করে পুরো পরিস্থিতি নিজেদের চোখে দেখতে এসেছিলাম।" তাঁর আরও অভিযোগ, সিটিজেন স্পিক ইন্ডিয়ার সদস্যরা ছিটমহলে প্রবেশের আগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাস্তা খোলা ছিল। তাঁরা সেখানে যেতেই বন্ধ করে দেওয়া হয় রাস্তা। এলাকার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না তাঁদের।

ক্ষুব্ধ অপর্ণার দাবি, ভারতীয় নাগরিকের পরিচয়পত্র সঙ্গে থাকা সত্ত্বেও নাকি তাঁদের সেখানে প্রবেশে বাধা দেন বিএসএফ জওয়ানেরা। তাঁর কথায়, পরিচয়ের প্রমাণ দেখানোর পরেও পাহারায় মোতায়েন জওয়ানদের বুঝতে অসুবিধে হয়েছে আমরা ভারতীয়। তাই তাঁদের যুক্তি, যেহেতু আমরা আমাদের ভারতীয় হিসেবে প্রমাণ করতে পারিনি তাই ছিটমহলের ভেতরে যাওয়ার অনুমতি আমাদের নেই!"

কর্মশালাকে কেন্দ্র করে বিতর্ক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে

ক্ষুব্ধ অপর্ণার দাবি, ভারতীয় নাগরিকের পরিচয়পত্র সঙ্গে থাকা সত্ত্বেও নাকি তাঁদের সেখানে প্রবেশে বাধা দেন বিএসএফ জওয়ানেরা। তাঁর কথায়, পরিচয়ের প্রমাণ দেখানোর পরেও পাহারায় মোতায়েন জওয়ানদের বুঝতে অসুবিধে হয়েছে আমরা ভারতীয়। তাই তাঁদের যুক্তি, যেহেতু আমরা আমাদের ভারতীয় হিসেবে প্রমাণ করতে পারিনি তাই ছিটমহলের ভেতরে যাওয়ার অনুমতি আমাদের নেই!"

.