This Article is From Feb 03, 2019

কংগ্রেসের ‘আপনি বাত রাহুলকে সাথ’, নৈশভোজে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় রাহুল

জীবনযাত্রার মানোন্নয়ন সহ আলোচনা থেকে উঠে আসা বেশ কয়েকটি বিষয় দলের ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্তও হতে পারে বলে সূত্রের খবর।

কংগ্রেসের ‘আপনি বাত রাহুলকে সাথ’, নৈশভোজে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় রাহুল

এক পড়ুয়া বলেন, “ভীষণই বন্ধুত্বপূর্ণ নম্র ব্যক্তি, সত্যিই তিনি বড় রাজনীতিবিদ এবং 'আম আদমি'র মধ্যেকার দূরত্ব ঘোচাতে জানেন।”

নিউ দিল্লি:

সারা দেশ থেকে বেছে নেওয়া সাত পড়ুয়ার সঙ্গে শুক্রবার দিল্লিতে নৈশভোজ সারলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। চাইনিজ খাবার খেতে খেতে এই পড়ুয়াদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন রাহুল, পড়ুয়াদের নানা পরামর্শ শোনেন। জীবনযাত্রার মানোন্নয়ন সহ আলোচনা থেকে উঠে আসা বেশ কয়েকটি বিষয় দলের ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্তও হতে পারে বলে সূত্রের খবর।

ব্রেইলে কংগ্রেসের ম্যানিফেস্টো প্রকাশ থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থার অসমতা দূর করা এবং সমাজে বর্ণ বৈষম্য দূর করার লক্ষ্যে লিঙ্গ নিরপেক্ষ শৌচাগার স্থাপন করা এমন নানা বিষয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করেন রাহুল গান্ধী।

চিটফান্ড কেলেঙ্কারীঃ জেরা করার জন্য কলকাতা পুলিশ কমিশনারকে খুঁজছে সিবিআই

কংগ্রেসের ‘আপনি বাত রাহুলকে সাথ' আউটরিচ অনুষ্ঠানের অধীনে রাহুল গান্ধীর সঙ্গে প্রথম মুখোমুখি কথোপকথন হল এই পড়ুয়াদের। কংগ্রেস প্রায়ই মোদির সাম্প্রতিক ‘পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠান এবং মোদির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাতে'র মাধ্যমে ছাত্রদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রয়াসের জন্য প্রধানমন্ত্রীকে ঠাট্টা করে।

দেবেশ্বর নামের এক পড়ুয়া জানান, “তিনি মোটেও সবজান্তা টাইপের মানুষ নন। তিনি মন দিয়ে শুনেছেন, বোঝার চেষ্টা করেছেন।”

egcftevo

অন্য এক পড়ুয়া বলেন, “ভীষণই বন্ধুত্বপূর্ণ নম্র ব্যক্তি, তিনি নিজের থালা থেকে আমাকে খাবার তুলে দিচ্ছেন! এমন একজন ব্যক্তির কাছ থেকে এমন জিনিস আশা করা যায়! সত্যিই তিনি বড় রাজনীতিবিদ এবং 'আম আদমি'র মধ্যেকার দূরত্ব ঘোচাতে জানেন।”

মুম্বাই আইআইটির পড়ুয়া অখিলেশ কারি জানান, শুক্রবার সন্ধ্যায় দিল্লির একটি চিনা রেস্তোরাঁয় নৈশ ভোজের আড্ডায় রাহুল গান্ধীকে দেখে বিস্মিত হয়ে যান তাঁরা। তাঁদের জানানো হয়েছিল যে কংগ্রেস দলের কর্মীরা তাঁদের সঙ্গে কথা বলবেন, কিন্তু স্বয়ং দলীয় সভাপতিই রাতের খাবারে হাজির হবেন তা ছিল অকল্পনীয়।

ব্রিগেডেই প্রমাণ হবে বামেরা অপ্রাসঙ্গিক নয় দাবি বিমানের

রাহুল গান্ধীর সঙ্গে এই অনানুষ্ঠানিক বৈঠকে মূলত নতুন ভোটারদের কথা মন দিয়ে শোনাই মূল উদ্দেশ্য ছিল। আমন্ত্রিতদের মধ্যে একজন এলজিবিটিকিউ গোষ্ঠীর অধিকার নিয়ে লড়াই করেন এমন মানুষও ছিলেন। তিনি ট্রান্সজেন্ডারদের জন্য লিঙ্গ নিরপেক্ষ শৌচাগারের প্রস্তাব দেন রাহুলকে।

টাটা ইনস্টিটিউট অব সোশাল সায়েন্সেসের (টিআইএসএস) কুণাল রামতেকে বলেন, তিনি রাহুল গান্ধীর সাথে বর্ণ ভিত্তিক বৈষম্য নিয়ে আলোচনা করেছেন এবং এ বিষয়ে রাহুলকে তিনি সংবেদনশীল ব্যক্তি বলেই মনে করেছেন। তাঁর কথায়, “আমি আশা করি তিনি বর্ণ ভিত্তিক বৈষম্যের অবসান করতে বিভিন্ন পরামর্শের বাস্তবায়ন করবেন....তাঁর কথাগুলো ভীষণ অনুপ্রেরণা জোগায়।”

 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.