This Article is From Apr 09, 2020

নতুন ‘মাসাকলি’ দেখে চটলেন এআর রহমান, ক্ষোভ জানালেন টুইটে

‘মাসাকলি' গানটির রিমিক্স খুশি করতে পারল না তার স্রষ্টাদের। সুরকার এআর রহমান ও গীতিকার প্রসূন যোশী নিজেদের অসন্তোষ প্রকাশ করলেন টুইটে।

নতুন ‘মাসাকলি’ দেখে চটলেন এআর রহমান, ক্ষোভ জানালেন টুইটে

ইউটিউবে ট্রেন্ড হয়ে গিয়েছে গানটির নতুন সংস্করণ।

নয়াদিল্লি:

এআর রহমান (AR Rahman) এবং প্রসূন জোশী (Prasoon Joshi) তাঁদের তৈরি করা 'মাসাকলি' (Masakali) গানটির নতুন সংস্করণ দেখে অসন্তুষ্ট হয়েছেন। নামোল্লেখ না করে এআর রহমান টুইট করে তাঁর অসন্তোষ প্রকাশ করেছেন। অভিষেক বচ্চন এবং সোনম কাপুরের ছবি 'দিল্লি-৬' ছবির সেই হিট গান আজও বলিউডের ভক্তদের মনের মধ্যে রয়ে গিয়েছে। রাকেশ ওমপ্রকাশ মেহরা প্রযোজিত সেই ছবিটিও দর্শকদের ভাল লেগেছিল। এবার ‘মাসাকলি' গানটির রিমিক্স খুশি করতে পারল না তার স্রষ্টাদের।

এআর রহমান তাঁর টুইটে লিখেছেন, ‘‘কোনও শর্টকাট নেই। রাতের ঘুম ছিল না। বার বার লিখে চলা। দু'শোর বেশি সুরকারের ৩৬৫ দিনের ক্রিয়েটিভ ব্রেনস্টর্মিংয়ের মূল উদ্দেশ্য ছিল এমন সঙ্গীত উৎপাদন করা যা প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করবে। একজন পরিচালক, একজন সুরকার এবং গীতিকার ও অভিনেতাদের একটি দল, নৃত্য পরিচালক এবং অক্লান্ত চলচ্চিত্রের ত্রু মিলে বানানো।'' পোস্টটির সঙ্গে গানটির ভিডিও-ও শেয়ার করেন তিনি।

গানটি যাঁর লেখা সেই প্রসূন যোশীও টুইট করে নতুন সংস্করণটি অপছন্দ করার কথা জানিয়েছেন।

তিনি লেখেন, ‘‘দিল্লি-৬-এর জন্য মাসাকলি গানটি সহ লেখা সমস্ত গান হৃদয়ের খুব কাছে অবস্থিত। এটা দেখে দুঃখ হল যে এআর রহমানের মূল ক্রিয়েশন ও মোহিত চৌহানের গাওয়া গানটিকে ব্যবহার করা হল।''

সোনম কাপুর এআর রহমানের টুইটটি রিটুইট করেছেন।

.