নতুন রাজ্যপাল পেল কেরল, শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিনারাই বিজয়ন।
কেরল: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ রাজনীতিবিদ আরিফ মহম্মদ খান শুক্রবার কেরলের চব্বিশতম রাজ্যপাল (Kerala Governor) হিসাবে শপথ গ্রহণ করেছেন। কেরল হাই কোর্টের প্রধান বিচারপতি হৃষীকেশ রায় কেরলের রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান। আরিফ মহম্মদ খান প্রথম মালায়ালামে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তাঁর মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা। ৬৮ বছর বয়সী খান বৃহস্পতিবার কেরলে পৌঁছন এবং বিমানবন্দরে তাঁকে (Arif Mohammad Khan) গার্ড অফ অনার দেওয়া হয়। তবে শহরে থাকা সত্ত্বেও, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিমানবন্দরে নতুন রাজ্যপালকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন না, তবে পরের দিন খানকে তাঁর বাসভবনে ফোন করে তাঁকে স্বাগত জানান।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)