সেনার একটি কনভয়ের উপরে বিস্ফোরক নিয়ে হামলা জঙ্গিদের। (প্রতীকী চিত্র)
হাইলাইটস
- আবার জঙ্গি হানা পুলওয়ামায়।
- সেনার একটি কনভয়ের উপরে বিস্ফোরক নিয়ে হামলা জঙ্গিদের।
- এখনও পর্যন্ত হতাহতের ব্যাপারে কোনও খবর মেলেনি।
পুলওয়ামা: গত ফেব্রুয়ারিতে সিআরপিএফ-এর (CRPF) বাসে আত্মঘাতী জঙ্গির (Terrorist) হানার পরে আবার জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama)। সেনার একটি কনভয়ের উপরে বিস্ফোরক নিয়ে হামলা জঙ্গিদের। এখনও পর্যন্ত হতাহতের ব্যাপারে কোনও খবর মেলেনি। সূত্রানুসারে জানা যাচ্ছে, এনকাউন্টার চলছে। ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর উপরে হামলা চালানো হয়েছে পুলওয়ামার আরিহাল গ্রামের কাছে। ওই আক্রমণে ক্যাসপার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরই প্রবল গুলিবর্ষণ ও পাথর ছোড়া শুরু হয়। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হানার ঘণ্টাখানেকের মধ্যেই পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনাটি ঘটে। সেখানে সেনাবাহিনীর এক মেজর শহিদ হয়েছেন। আহত তিন জন।
জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত সেনা মেজর, আহত তিন
তল্লাশি অভিযান চালানোর সময় আচমকাই গুলির লড়াই শুরু হয়।
আহতদের মধ্যে একজন সেনাবাহিনীর মেজর রয়েছেন। তাঁকে দ্রুত শ্রীনগরে সেনার ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও এনকাউন্টার চলছে।
গত সপ্তাহে এক এনকাউন্টারে আহত হয়েছিলেন যে পুলিশ ইন্সপেক্টর, তিনি গতকাল প্রয়াত হয়েছেন দিল্লি হাসপাতালে। গুলিবিদ্ধ হয়ে আহত হন আর্শাদ আহমেদ খান নামের ওই ইন্সপেক্টর। তাঁকে প্রিমিয়ার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ফর ট্রিটমেন্ট-এ নিয়ে যাওয়া হয়েছিল।
বুধবার জঙ্গিরা এক সিআরপিএফ পেট্রল দলের উপরে গুলি চালালে পাঁচ জন সেনা শহিদ হন। আর্শাদ আহমেদ খান একটি বুলেট-প্রুফ গাড়িতে সেখানে আসেন। কিন্তু তিনি গাড়ি থেকে নামতেই গুলিবিদ্ধ হন।
গত ফেব্রুয়ারিতে এক আত্মঘাতী জঙ্গির হানায় ৪০ জন সেনার মৃত্যু ঘটে।
জৈশ-ই-মহম্মদ পরে ওই হানার দায় স্বীকার করে নিলে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে এক জঙ্গি শিবিরে আক্রমণ করে।