Read in English
This Article is From Jun 14, 2018

ছুটিতে থাকাকালীন কাশ্মীরের পুলবামা থেকে অপহৃত হলেন সেনাবাহিনীর এক জওয়ান

ছুটিতে জম্মু ও কাশ্মীরের বাড়িতে গিয়েছিলেন এক সেনা। তাঁকে অপহরণ করা হল। আজ সেনাবাহিনীর পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে

Advertisement
অল ইন্ডিয়া Translated By
ছুটিতে জম্মু ও কাশ্মীরের বাড়িতে গিয়েছিলেন এক সেনা। তাঁকে অপহরণ করা হল। আজ সেনাবাহিনীর পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। পুঞ্চের বাসিন্দা ওই সেনাকে পুলবামার সামনে থেকে অপহরণ করা হয়।

44 রাষ্ট্রীয় রাইফেলসের ওই জওয়ান শোপিয়ানে পোস্টিং-এ ছিলেন। এই মুহূর্তে চলতে থাকা সেনাবাহিনীর সন্ত্রাস-বিরোধী অপারেশনের অংশ ছিলেন তিনি।

তাঁকে খুঁজে বের করার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে, জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।এক মাস আগে রমজান উপলক্ষে কেন্দ্র সরকারের যুদ্ধবিরতি ঘোষণা করে শান্তির বার্তা দেওয়ার সময়েই সন্ত্রাস-বিরোধী অপারেশনগুলি বন্ধ করে দেওয়া হয়।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়টাতেই ভয়াবহ সন্ত্রাস ও সন্ত্রাসবাদী কার্যকলাপের শিকার হতে হয় উপত্যকার মানুষদের।

Advertisement
গত বছরের মে মাসে, এক নিরস্ত্র সেনা অফিসারকে তাঁর পারিবারিক বিয়ের অনুষ্ঠান থেকে অপহরণ করে জঙ্গিরা। তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয় পরদিন।22 বছরের উমর ফৈয়াজ ছিলেন রাজপুতানা রাইফেলসের লেফটেন্যান্ট। মাত্র পাঁচ মাস আগে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে।    
Advertisement