আহতদের দ্রুত শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। (ফাইল)
হাইলাইটস
- জঙ্গিদের গুলিতে সেনাবাহিনীর এক মেজর শহিদ হলেন।
- আহত তিন সেনার মধ্যেও একজন সেনাবাহিনীর মেজর রয়েছেন।
- আহতদের দ্রুত শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের (Terrorists) সঙ্গে লড়াইয়ে আজ সেনাবাহিনীর এক মেজর শহিদ হলেন। আহত তিন সেনার মধ্যেও একজন সেনাবাহিনীর মেজর রয়েছেন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার আচাবল এলাকায় সেনার সঙ্গে জঙ্গিদের ওই সংঘর্ষ হয়। আহতদের দ্রুত শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন।
তাপপ্রবাহে ৬০ জনের মৃত্যু, কঠোর নিয়ম জারি প্রয়োগ করল রাজ্য সরকার
নিরাপত্তা বাহিনী ওই এলাকায় আজ সকালে একটি তল্লাশি অভিযান চালায়। এরপরই বন্দুকের লড়াই শুরু হয়ে যায়, যখন জঙ্গিরা সেনার উপরে গুলিবর্ষণ শুরু করে। পাল্টা গুলি চালায় সেনা।