This Article is From Jan 10, 2019

সিকিমে আটক ১৫০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী

সরকারি আধিকারিকরা জানিয়েছেন প্রবল তুষারপাতে উত্তর সিকিমে আটকে থাকা প্রায় ১৫০ পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী

সিকিমে আটক ১৫০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী

বুধবার প্রবল তুষারপাত উত্তর সিকিমের পর্যটকদের অন্যতম আকর্ষণ লাচুং-এ আটকে পড়েন ১৫০ জন পর্যটক।

কলকাতা:

উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করল সেনাবাহিনী। বুধবার প্রবল তুষারপাত উত্তর সিকিমের পর্যটকদের অন্যতম আকর্ষণ লাচুং-এ আটকে পড়েন ১৫০ জন পর্যটক। তাঁদের মধ্যে রয়েছেন ৩৪ জন মহিলা।এছাড়া ১১ জন শিশুও আটকে পড়ে।

ত্রিশক্তি শাখার সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। মেডিক্যাল টিম নিয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় বাহিনী।নিজেদের গাড়ির মধ্যে আটকে পড়েছিলেন পর্যটকরা। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, আটকে পড়া পর্যটকদের খুঁজে বের করে তাঁদের দ্রুত স্থানীয় ক্যাম্পে নিয় যাওয়া হয়। পাশাপাশি পর্যটকদের দ্রুত চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়।  উদ্বিগ্ন পর্যটকদের মাত্র ৪ ঘন্টার মধ্যেই উদ্ধার করে সেনাবাহিনী।

বাহিনীতে সমকামিতাকে মান্যতা নয়: সেনাপ্রধান

মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় আটকে পড়া পর্যটকদের চিকিৎসা পরিষেবার পাশাপাশি তাঁদের খাবার দেওয়া হয়। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, পর্যটকদের ৪৮ টি গাড়ির মধ্যে ২৩ টি উদ্ধার করা সম্ভব হয়েছে। এর আগে ২৮ ডিসেম্বর সিকিমের নাথু লায় আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে উদ্ধার করেছিল সেনবাহিনী। সিকিমে সেটিই এখনও পর্যন্ত সবচেয়ে বড় উদ্ধারকাজ।

.