এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেক মহলই।
কলকাতা: আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের প্রায় ৬৫'টি রাজ্যশাসিত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ইংরেজি চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই ৬৫'টি স্কুলের মধ্যে ৪৪'টি প্রাথমিক এবং ২১'টি মাধ্যমিক স্কুল। জানান এক পদস্থ সরকারি কর্তা। এর আগেই এই মাসের শুরুতেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, রাজ্যের পড়ুয়াদের কথা ভেবে আগামী শিক্ষাবর্ষ মার্চ/এপ্রিল ২০১৯ থেকে রাজ্য সরকারের স্কুলগুলিতে ইংরেজিতেই পড়াশোনা পঠনপাঠন হবে।
রাজ্যের প্রকল্পগুলির জন্য ঠিকভাবে টাকা দিচ্ছে না কেন্দ্র, তোপ মমতার
প্রথমে কলকাতার সরকারি স্কুলগুলি দিয়ে শুরু হবে। মোট ৫০ থেকে ৬০'টি স্কুল। তারপর তা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে রাজ্যের অন্যান্য জেলাগুলোর স্কুলেও।
'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' নিয়ে প্রশ্নের উত্তর দিলেন না মনমোহন
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেক মহলই। তাদের কথায়, যে রাজ্যে একসময় প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়ার সিদ্ধান্ত একটি ক্ষত হয়ে এসেছিল শিক্ষাব্যবস্থার গায়ে, সেই রাজ্যে এই সিদ্ধান্ত সবসময়েই অত্যন্ত জরুরি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)