This Article is From Aug 06, 2019

জম্মু কাশ্মীরকে ভাগ করার বিলের তীব্র বিরোধিতা করবে তৃণমূল: মমতা

জম্মু কাশ্মীর(Jammu and Kashmir) থেকে ৩৭০ ধারা (Article 370) প্রত্যাহার অর্থাৎ বিশেষ মর্যাদা দেওয়ার ধারাও প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার।

জম্মু কাশ্মীরকে ভাগ করার বিলের তীব্র বিরোধিতা করবে তৃণমূল: মমতা

তৃণমূলনেত্রীর দাবি, এই সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল সরকারের।

কলকাতা:

জম্মু কাশ্মীরের পুনর্গঠন বিল অর্থাৎ জম্মু কাশ্মীর(Jammu and Kashmir) রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে সরকার যে বিল এনেছে, তার তীব্র বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস, এমনই জানালেন দলীয় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার সাংবিধানিক যে ধারা (Article 370) রয়েছে, সেটিও প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তৃণমূলনেত্রীর দাবি, এই সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল সরকারের। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকের প্রতিষ্ঠাতা প্রয়াত করুণানিধির একটি মূর্তি উদ্বোধন করতে মঙ্গলবার চেন্নাই উড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

" বাড়ির মধ্য়েই আটক আমি, মিথ্যা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী": ফারুক আবদুল্লা

৩৭০ ধারা প্রত্যাহার এবং জম্মু কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “কাশ্মীরী এবং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে, সিদ্ধান্ত নিতে পারত সরকার।  কাশ্মীর ইস্যু নিয়ে কোনও ভোট বা আলোচনা করা হয়নি। এটা গণতন্ত্র নয়। আমরা এর তীব্র বিরোধিতা করব”।

জম্মু কাশ্মীরকে পুনর্গঠন করতে সোমবার লোকসভায় প্রস্তাব আনেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কথা বলা হয়েছে প্রস্তাবে। তারমধ্যে জম্মু ও কাশ্মীরকে(Jammu and Kashmir) একটি বিধানসভাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, এবং লাদাককে বিধানসভাবিহীন কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করার কথা বলা হয়েছে। 

জম্মু কাশ্মীর(Jammu and Kashmir) থেকে ৩৭০ ধারা (Article 370) প্রত্যাহার অর্থাৎ বিশেষ মর্যাদা দেওয়ার ধারাও প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার।

সংসদে কাশ্মীর ইস্যু নিয়ে বলতে গিয়ে কংগ্রেসকে অস্বস্তিতে ফেললেন অধীর চৌধুরী

সোমবার ভোটাভুটির সময় রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী (Mamata Banerjee) বলেন, এর মানে কখনই এটা নয়, যে ওয়াকআউট করে তারা বিল পাশ করাতে সরকারের সুবিধা করে দিয়েছে।  তৃণমূলনেত্রী বলেন, “ভোটাভুটির সময় রাজ্যসভা থেকে ওয়াকআউট মানেই এই নয়, আমরা বিলটিকে সমর্থন করছি”।

জম্মু কাশ্মীরের(Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এবং মেহবুবা মুফতিকে গ্রেফতারির খবরে মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা কেউই “সন্ত্রাসবাদী” নন। “গণতন্ত্রের স্বার্থে” তাঁদের অবিলম্বে মুক্তির আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

‘‘আমি চিকিৎসক নই'': ফারুক আবদুল্লা সম্পর্কে প্রশ্নের জবাবে অমিত শাহ

তিনি (Mamata Banerjee) বলেন, “ফারুক আব্দুল্লা সম্পর্কে আমাদের কাছে কোনও তথ্য নেই, তবে আমরা সংবাদমাধ্যমে দেখেছি, ওমর আব্দুল্লা এবং মেহবুবা মুফতিকে গ্রেফতার করা হয়েছে”। তাঁদের মুক্তির দাবি জানিয়ে মমতা বলেন, “আমি সরকারের কাছে আবেদন এবং অনুরোধ জানাচ্ছি, তাঁরাও কাশ্মীরের বাসিন্দা, এবং আমাদের ভাই, বোন। তাঁদের বিচ্ছিন্ন ভাবতে দেওয়া ঠিক নয়”।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.