This Article is From Aug 18, 2018

বকেয়া নিয়ে ঝামেলা, শুটিং বন্ধ রইল টলিপাড়ায়

প্রযোজকদের মুখপাত্র জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই সমাধানের রাস্তা পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা।  

বকেয়া নিয়ে ঝামেলা, শুটিং বন্ধ রইল টলিপাড়ায়
কলকাতা:

অর্থ নিয়ে ঝামেলার জেরে শহরের বিভিন্ন স্টুডিয়োতে আজ বাংলা মেগার শুটিং বন্ধ রইল। আর্টিস্ট ফোরাম থেকে পারিশ্রমিকের নিয়মিতকরণ করা নিয়েই ঝামেলার সূত্রপাত। আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ও অভিনেতা অরিন্দম গাঙ্গুলী বলেন, কল টাইমে প্রত্যেক অভিনেতাই উপস্থিত হয়েছিলেন। তাঁরা নিজেদের কস্টিউম পরে মেক আপ নিয়ে ফ্লোরে গিয়ে শুটিং করা থেকে বিরত থাকেন।

“বেশ কয়েক মাস ধরেই কয়েকটি সিরিয়ালের কলাকুশলীরা তাঁদের পারিশ্রমিক পাচ্ছেন না। আমাদের দাবি ছিল, আগে তাঁদের বকেয়া পারিশ্রমিক মেটাতে হবে। তবেই তাঁরা কাজ করবেন”, বলেন অরিন্দম গাঙ্গুলী।

সিরিয়ালে কাজ করা এক অভিনেত্রী বলেন, গতকাল রাতেই অরিন্দম গাঙ্গুলী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্বাক্ষর করা একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে ফোরামের পক্ষ থেকে। সেখানেই কাজ স্থগিত রাখার কথা বলা হয়েছিল।  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই অচলাবস্থা কাটার ব্যাপারে তিনি আশাবাদী।

প্রযোজকদের মুখপাত্র জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই সমাধানের রাস্তা পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা।  

.