বৈঠকের সভাপতিত্ব করেন অরুণ জেটলি।
নিউ দিল্লি:
গত শুক্রবার প্রথম মুখ খুলেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ভিরাল আচার্য। তাঁর কথায়, সরকারের উচিত, রিজার্ভ ব্যাঙ্ককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার স্বায়ত্তশাসন নিয়ে একটি বক্তৃতায় সরব হয়েছিলেন তিনি। সেই বিতর্কের রেশ ধরেই আজ বৈঠক হয়ে গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর উর্জিত প্যাটেলের মধ্যে। বৈঠকটি ফলপ্রসু হবে কি না, তা জানা যাবে ভবিষ্যতে। তবে, আপাতত দেখে নেওয়া যাক, ওই বৈঠকটির এক ঝলক।
নিচে রইল এই বিষয় সম্বন্ধীয় 10'টি তথ্যঃ
অর্থনীতির স্থায়িত্ব এবং উন্নয়ন কমিটির বৈঠকে এই আলোচনাটি সম্পন্ন হয়। উন্নয়ন কমিটির প্রধান অরুণ জেটলি। বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। উর্জিত প্যাটেল এই আলোচনায় উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রধান হিসেবে।
গত শুক্রবার উর্জিত প্যাটেলের ডেপুটি তথা রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ভিরাল আচার্য রিজার্ভ ব্যাঙ্কের স্বায়ত্তশাসন নিয়ে মুখ খোলার পরেই বিতর্ক শুরু হয় সরকার ও দেশের বৃহত্তম ব্যাঙ্ক কর্তৃপক্ষের মধ্যে।
“যে সরকার দেশের বৃহত্তম ব্যাঙ্ককে স্বাধীনভাবে কাজ করার অধিকার দিতে চায় না, তাদের পক্ষে কিছুতেই অর্থনৈতিক ভাঙন রোখা সম্ভব হয় না”, শুক্রবার ভিরাল আচার্যর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে শেয়ার হয়। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনাও হয় বহুবার।
ভিরাল আচার্য ওই দিন তাঁর ‘বস' উর্জিত প্যাটেলকে ধন্যবাদ জানান এই বিষয়টি নিয়ে তাঁকে বলার অনুমতি দেওয়ার জন্য।
আজকের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সমালোচনা করেন রিজার্ভ ব্যাঙ্কের। অনাকাঙ্খিত ঋণ দেওয়ার জন্য।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, নরেন্দ্র মোদীর সরকার রিজার্ভ ব্যাঙ্কের ওপর যথেষ্ট অসন্তুষ্ট হয়েছে প্রকাশ্যে সরকারের সমালোচনা করার জন্য।
অর্থনৈতিক স্থায়িত্বের দায়িত্ব যে কমিটির ওপর রয়েছে, সেই কমিটি আজ সরকারের সঙ্গে বৈঠক করে ঋণদাতাদের সমস্যা নিয়ে আলোচনার জন্য।
শোনা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রকে আশ্বস্ত করেছে এই বলে যে, নগদ অর্থ নিয়ে সমস্যা নেই কোনও এবং নন-ব্যাঙ্কিং সংস্থাগুলিরও দুর্দশার মধ্যে পড়ার আপাতভাবে কোনও চিহ্ন নেই
রিজার্ভ ব্যাঙ্ককে সরকার নির্দেশ দিয়েছে, পরিস্থিতি যে ‘ততটা খারাপ হয়নি' সেই ব্যাপারটি সম্বন্ধে নিশ্চয়তা দিতে।
কয়েকটি ব্যাঙ্কের ক্ষেত্রে ঋণ দেওয়ার ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্কের কড়া নিয়মটি কিছুটা শিথিল করার ব্যাপারে সরকার রিজার্ভ ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া, দেশের পেমেন্ট সিস্টেমটি বদলানোর জন্য সরকার রিজার্ভ ব্যাঙ্কের শরণাপণ্ণ হচ্ছে বলে জানা গিয়েছে।
Post a comment