Read in English
This Article is From Aug 25, 2019

Arun Jaitley Updates: প্রয়াত অরুণ জেটলিকে শেষ শ্রদ্ধা জানাতে আবেগ বিহ্বল রাজনৈতিক মহল

Arun Jaitely Death: প্রধানমন্ত্রী মোদির প্রথম মেয়াদের মন্ত্রিসভার অন্যতম শক্তিশালী মন্ত্রী অরুণ জেটলি চূড়ান্ত কৌশলবিদ হিসাবেও স্বীকৃত ছিলেন।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

Arun Jaitely Cremation: দীর্ঘ অসুস্থতার পরে শনিবার প্রয়াত হন অরুণ জেটলি

Arun Jaitley Cremation: দীর্ঘকালীন অসুস্থতার পরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তির দুই সপ্তাহ পরেই শনিবার ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সময়ে ছিলেন আরব আমিরশাহীতে। তাঁর বন্ধু তথা বিজেপির বিশিষ্ট নেতা অরুণ জেটলির কথা স্মরণ করতে গিয়ে বাহরিনের একটি অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। বাহরিনে ভারতীয় জনগোষ্ঠীর ১৫,০০০ সদস্যের একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছিলেন এবং অরুণ জেটলির সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথাও স্মরণ করেন।

মোদি বলেন, “আমি কল্পনাও করতে পারছি না যে আমার বন্ধু চলে যাওয়ার সময় আমি এখানে রয়েছি। কিছুদিন আগেই আমরা আমাদের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমাজিকে হারিয়েছি। আজ আমি আমার বন্ধু অরুণকে হারালাম।” প্রধানমন্ত্রী মোদির প্রথম মেয়াদের মন্ত্রিসভার অন্যতম শক্তিশালী মন্ত্রী অরুণ জেটলি চূড়ান্ত কৌশলবিদ হিসাবেও স্বীকৃত ছিলেন।

শাসক বিরোধী সব দলের নেতারাই প্রবীণ এই বিজেপি নেতার প্রতি নিজেদের শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।

অরুণ জেটলির প্রতি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের সর্বশেষ শ্রদ্ধা জানানোর লাইভ আপডেট দেখুন

Aug 25, 2019 14:57 (IST)
অরুণ জেটলির শেষকৃত্যে উপস্থিত রামদেব, অরবিন্দ কেজরিওয়াল 

Aug 25, 2019 14:56 (IST)
"গণতন্ত্রের বড় ক্ষতি": অরুণ জেটলির মৃত্যুতে বললেন কংগ্রেসের রাজীব শুক্লা
বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান রাজীব শুক্লা রবিবার বলেছেন , অরুণ জেটলির মৃত্যু ''গণতন্ত্র, রাজনৈতিক কর্মকাণ্ড এবং আইনী ও ক্রিকেট ভ্রাতৃত্বের জন্য বড় ক্ষতি ''।

এএনআইয়ের সাথে কথা বলতে গিয়ে শুক্লা বলেন, "জেটলির প্রয়াণে দেশ একজন মূল্যবান নেতাকে হারিয়েছে।"
Aug 25, 2019 14:50 (IST)
রবিশঙ্কর প্রসাদ, বিএস ইয়েদুয়ুরাপ্পা, দেবেন্দ্র ফডনবিস, নীতীশ কুমারও নিগমবোধ ঘাটে রয়েছেন। কংগ্রেস থেকে কপিল সিব্বল এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ঘাটে রয়েছেন
Aug 25, 2019 14:47 (IST)
জেটলির শেষযাত্রায় শোকসন্তপ্ত বিজেপি নেতারা

অরুণ জেটলির শেষ যাত্রায় অমিত শাহ, রাজনাথ সিং, ওম বিড়লা, জেপি নাড্ডা, ভেঙ্কাইয়া নাইডু 



Aug 25, 2019 14:45 (IST)
নিগমবোধ ঘাটে পৌঁছল অরুণ জেটলির মরদেহ। কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত নেতার  
Advertisement
Aug 25, 2019 14:44 (IST)
নিগমবোধ ঘাটের উদ্দেশে রওনা হল জেটলির শেষ যাত্রা
Aug 25, 2019 14:41 (IST)



Advertisement