This Article is From Aug 24, 2019

Arun Jaitley Funeral: রবিবার দিল্লির নিগম বোধ ঘাটে অরুণ জেটলির শেষকৃত্য:জেপি নাড্ডা

Arun Jaitley Death: অরুণ জেটলির মরদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা।

Arun Jaitley Funeral: রবিবার দিল্লির নিগম বোধ ঘাটে অরুণ জেটলির শেষকৃত্য:জেপি নাড্ডা

Arun Jaitley Death: দীর্ঘদিনের অসুস্থতার পর দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হন অরুণ জেটলি

নয়া দিল্লি:

রবিবার দিল্লির Nigam Bodh Ghat -এ প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানালেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি JP Nadda। "এইমস থেকে অরুণ জেটলির মরদেহ কৈলাশ কলোনীতে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। আগামিকাল (রবিবার) সকাল দশটা পর্যন্ত তাঁর মরদেহ সেখানে রাখা হবে এবং দলীয় কর্মী ও জনসাধারণ যাতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন তাই সেখান থেকে পরে তাঁর মরদেহ বিজেপি সদর দফতরে নিয়ে যাওয়া হবে। বিজেপি সদর দফতর থেকে Arun Jaitley-র মরদেহ শেষ যাত্রায় নিগম বোধ ঘাট নিয়ে যাওয়া হবে, সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে", জানান নাড্ডা। অরুণ জেটলির মরদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা।

জাতি ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে প্রবীণ বিজেপি নেতার প্রশংসা করে নাড্ডা বলেন, "অরুণ জেটলি জির মৃত্যুতে ভারতের সমস্ত মানুষ গভীর শোকাহত। তিনি তাঁর অসামান্য ব্যক্তিত্বের মাধ্যমে আনন্দের সঙ্গে দেশের সেবা করেছেন এবং প্রয়োজনের সময় সরকারের ত্রাণকর্তার ভূমিকাও পালন করেছেন, তিনি দল ও জাতির সার্বিক সেবা করেন"।

ভারতের সবচেয়ে বড় আর্থিক সংস্কার করেছিলেন অরুণ জেটলি

জে পি নাড্ডা এ কথাও জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেটলির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং বিজেপির গোটা দল এই শোকের সময়ে তাঁদের পাশে আছেন।

প্রাক্তন অর্থমন্ত্রী নয়াদিল্লির এইমস-এ ৬৬ বছর বয়সে মারা যান। শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে এই মাসের শুরুর দিকে এইমস-এ ভর্তি করা হয়েছিল। তাঁকে হাসপাতালের কার্ডিও-নিউরো-সেন্টারে সর্বক্ষণের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

Amit Shah's Tribute to Jaitely: ‘ব্যক্তিগত ক্ষতি', অরুণ জেটলির প্রয়াণে শোকস্তব্ধ অমিত শাহ

হাসপাতালে ভর্তি থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিজেপি ও কংগ্রেস নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন নেতা জেটলির সঙ্গে সাক্ষাৎ করতে এইমসে যান।

.