This Article is From Aug 09, 2019

অসুস্থ অরুণ জেটলি! শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লিতে এইমসে ভর্তি প্রাক্তন অর্থমন্ত্রী

শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ভর্তি করা হল হাসপাতালে।

অসুস্থ অরুণ জেটলি! শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লিতে এইমসে ভর্তি প্রাক্তন অর্থমন্ত্রী

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি (ফাইল চিত্র)

নয়া দিল্লি:

শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ভর্তি করা হল হাসপাতালে। দিল্লির এইমসে ভর্তি রয়েছেন তিনি, আজ সকালেই নিয়ে আসা হয় তাঁকে। এই বছরের গোড়ার দিক থেকেই স্বাস্থ্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন অরুণ জেটলি। হাসপাতালে তাঁকে দেখতে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। হাসপাতালের কার্ডিও-নিউরো ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, “তিনি পর্যবেক্ষণে রয়েছেন। এন্ডোক্রিনোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং নেফ্রোলজিস্ট সহ একাধিক ডাক্তার তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন।”

 ‘‘ঐতিহাসিক ভুল সংশোধিত হল'': ৩৭০ ধারা বাতিলের পরে জানালেন অরুণ জেটলি

অরুণ জেটলি (৬৬) এই বছরের শুরুর দিকেই স্বাস্থ্য সমস্যার কারণে অর্থমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন। লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পরে তিনি সরকারে যোগ দিতেও অস্বীকার করেছিলেন। চলতি বছরের মে মাসেই চিকিৎসার জন্য এইমস-এ ভর্তি হন অরুণ জেটলি।

.