Arun Jaitley Death: ৯ অগাস্ট থেকে দিল্লির এইমসে হাসপাতালে ভর্তি ছিলেন জেটলি (ফাইল চিত্র)
নয়া দিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অরুণ জেটলির প্রয়াণে শোকস্তব্ধ তাঁর একসময়ের সহকর্মী রাজনাথ সিং। সর্বদা "অর্থনীতিকে আঁধার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্যে স্মরণীয় হয়ে থাকবেন", Arun Jaitley-কে স্মরণ করে টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। "জেটলিজি দেশের অর্থনীতিকে অন্ধকার থেকে বের করে এনে সঠিক পথে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন আপনি। বিজেপি অরুণজির অনুপস্থিতি অনুভব করবে। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই", কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের Tributes For Arun Jaitley।
শনিবার দিল্লির এইমস হাসপাতালে ৬৬ বছর বয়সে প্রয়াত হন অরুণ জেটলি।
Arun Jaitley Death: প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬
"আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে শ্রী অরুণ জেটলি প্রয়াত হয়েছেন। ২৪ আগস্ট, ২০১৯, দুপুর ১২:০৭ মিনিটে কেন্দ্রীয় সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মাননীয় সংসদ অরুণ জেটলি প্রয়াত হন। গত ০৯/০৮/২০১৯ তারিখে তিনি দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন, এবং অভিজ্ঞ চিকিৎসকদের একটি বহু-বিভাগীয় দল তাঁর চিকিৎসার দিকে কড়া নজর রেখেছিলেন" এক বিবৃতিতে জানায় এইমস হাসপাতাল কর্তৃপক্ষ।
Ultimate Backroom Strategist: শাসক-বিরোধী নেতৃত্বেরও কাছের মানুষ অরুণ জেটলি
পেশায় আইনজীবী অরুণ জেটলি বিজেপি সরকারের প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রকের মতো গুরুদায়িত্ব সামলান এবং প্রায়শই সরকারের বিভিন্ন সঙ্কটের সময় ত্রাতার ভূমিকা পালন করেন।