This Article is From Jun 08, 2020

গলা জ্বালা ও জ্বর নিয়ে সেল্ফ আইসোলেশনে অরবিন্দ কেজরিওয়াল! হতে পারে নমুনা পরীক্ষা

সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে তার নমুনা পরীক্ষার সম্ভাবনা। এমনটাই পিটিআই সূত্রে খবর

গলা জ্বালা ও জ্বর নিয়ে সেল্ফ আইসোলেশনে অরবিন্দ কেজরিওয়াল! হতে পারে নমুনা পরীক্ষা

সরকারি বাসভবনে নিজেকে সেল্ফ আইসোলেশনে রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

হাইলাইটস

  • গলা জ্বালা ও জ্বর নিয়ে সেল্ফ আইসোলেশনে অরবিন্দ কেজরিওয়াল
  • মঙ্গলবার হতে পারে নমুনা পরীক্ষা। দিল্লির সরকারি আবাসনে রয়েছেন তিনি
  • রবিবার দুপুরের পর থেকে শারীরিক অসুস্থতার অনুভব করেন দিল্লির মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি:

গলা জ্বালা ও জ্বর নিয়ে সেল্ফ আইসোলেশনে (Self Isolation) গেলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejariwal)। সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে তার নমুনা পরীক্ষার সম্ভাবনা। এমনটাই পিটিআই সূত্রে খবর। শারীরিক অসুস্থতার কারণে আগামি দিনে নির্ধারিত সব বৈঠক বাতিল করেছে দিল্লির মুখ্যমন্ত্রীর (Delhi CM)  দফতর। রবিবার দুপুর থেকে শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। তারপর থেকে কারও সঙ্গে দেখা করেননি দিল্লির মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে; রবিবার সকালেই করোনা শয্যা নিয়ে এক দীর্ঘ সাংবাদিক বৈঠক করেছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই বৈঠকৈ তিনি ঘোষণা করেছিলেন, দিল্লির বেসরকারি হাসপাতালের করোনা শয্যা শুধুমাত্র রাজ্যবাসীর জন্য। তার আগের দিন অর্থাৎ শনিবার; করোনা শয্যা নিয়ে কালোবাজারি রুখতে নার্সিংহোমগুলোকে বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিবারই মুখে মাস্ক পরে প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন; "দিল্লি রাজ্য সীমান্ত খুলবে। এর জেরে ভিন রাজ্যের বাসিন্দাদের দিল্লি প্রবেশের প্রবণতা বাড়বে। তাল মিলিয়ে বাড়বে সংক্রমিতের সংখ্যা। তাই সংক্রমিতের সঙ্গে করোনা শয্যার সামঞ্জস্য রাখতে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের হাতে যা শয্যা আছে; তা একসপ্তাহে পূরণ হয়ে যাবে। বাকি আরও ১৫ হাজার শয্যার প্রয়োজন আগামি দিনে।"
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর দিনপ্রতি গড়ে হাজার জন সংক্রমিত দিল্লিতে। রাজ্যে মোট সংক্রমিত ২৭ হাজার ৫০০ ছাড়িয়েছে। প্রতিদিনই ভারতে করোনা ভাইরাস যেন আরও বেশি করে শক্তি বৃদ্ধি করে জাঁকিয়ে বসছে। সোমবার যে পরিসংখ্যান তুলে ধরেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯,৯৮৩ জন। এর ফলে ওই রোগে আক্রান্তের সংখ্যা ২.৫৬ লক্ষ পেরিয়ে গেল। এদিকে গত প্রায় ২ মাস ধরে লকডাউন চালানোর পরেও করোনা সংক্রমণ রোখা যায়নি। আজ (সোমবার) থেকেই তাই বেশ কয়েকটি বিষয়ে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যেই খুলে গেল শপিং মল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থানগুলো। এই নিয়ে টানা ৬ দিন একদিনে ৯,০০০ এরও বেশি মানুষ আক্রান্ত হলেন কোভিড- ১৯ এ। করোনা আক্রান্তের বিচারে বিশ্বের মধ্যে এখন পঞ্চম স্থানে রয়েছে ভারত

.