অরবিন্দ কেজরিওয়াল, মনিষ সিসোডিয়া সহ আরও নয়জন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে
নিউ দিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর ডেপুটি মনীশ শিশোদিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে পুলিশ। সূত্র থেকে জানা গিয়েছে, তথ্য এবং স্টেটমেন্টের ভিত্তিতে পুলিশ একটি চার্জশিট প্রস্তুত করেছে যা শীঘ্রই প্রকাশ করা হবে।
মুখ্য সচিব অংশু প্রকাশ অভিযোগ জানিয়েছেন যে, 19 শে ফেব্রুয়ারি কেজরিওয়ালের বাড়িতে এক রাত্রিকালীন বৈঠকে তাঁকে মারধর করা হয়।
অংশু প্রকাশ জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের উপস্থিতিতেই তাঁর আম আদমি পার্টির (আপ) বিধায়করা তাঁকে হেনস্তা করে।
এই বক্তব্যের জেরে মুখ্যমন্ত্রীর বাড়িতে ইতিমধ্যে দুইবার খানাতল্লাশি করা হয়েছে।
যদিও আপের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রকাশ সহ আরও কয়েকজন আমলা এই বৈঠকে উপস্থিতই ছিলেন না।
সরকারি আমলাদের ''বয়কট'' প্রত্যাহারের দাবিতে কিছু দিন আগেই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সহ তাঁর কয়েকজন বিধায়ক উপ-রাজ্যপাল অনিল বৈজল-এর অতিথিশালায় নয় দিন ধর্নায় বসেছিলেন।