জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদান মধ্যপ্রদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে।
ভোপাল, জয়পুর: ঘর গুছোতে দুই শিবির এখন বিধায়কদের নিরাপদ আশ্রয়ে রাখতে সক্রিয়। গুরগাঁওয়ের হোটেলে (Camping in Gurgaon) রাখা হয়েছে বিজেপির ১০৭ জন বিধায়ককে। জয়পুর উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে কংগ্রেসের (Congress MLAs) ৯৮ জন বিধায়ককে। বুধবার সকালে মধ্যপ্রদেশের মন্ত্রী সজ্জন সিং বার্মা বলেছেন, "আমরা কংগ্রেস বিধায়কদের সঙ্গে জয়পুর যাচ্ছি। একসঙ্গে থাকব।" এদিকে মধ্যপ্রদেশে সরকার টিকিয়ে রাখতে কিংবা গড়তে ১০৪ জন বিধায়কের সমর্থন দরকার। সেদিকে কংগ্রেসের ৯৮ জন আর বিজেপির হাঁতে ১০২ জন বিধায়ক (BJP MLAs)। সেক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গড়তে রাজ্যপালের কাছে দরবার করতেই পারে বিজেপি। কিন্তু আস্থাভোটে ১০৪ জন বিধায়কেরই সমর্থন পাবে কংগ্রেস এমন আশা হাত শিবিরের।
“নয়া শুরু”, বিজেপিতে যোগ একসময়ে গান্ধি পরিবার ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার
এই চাপানউতোর প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়বর্ধন সিং বলেছেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসের খুব উঁচু মাপের নেতা ছিলেন। দলে উনি যে সম্মান পেতেন, এটা শুনে আমি অবাক হলাম উনি কংগ্রেস ছাড়ছেন। তবে যা হওয়ার হয়ে গিয়েছে, আমাদের এখন এগিয়ে যেতে হবে।অপরদিকে যে ১৮ জন বিধায়ক বেঙ্গালুরু গিয়ে বসেছিলেন, তাঁদের মধ্যে অনেকেই বিজেপিতে যোগদান করতে অনীহা প্রকাশ করেছেন। এমনটাই বুদবার দাবি করেছে মধ্যপ্রদেশ কংগ্রেসের একটা সূত্র।
ক্ষমতা দখলে মধ্যপ্রদেশ বিজেপির যুযুধান দুই গোষ্ঠীই সক্রিয়
মধ্যপ্রদেশ সরকার থেকে কংগ্রেস বিধায়করা বেরিয়ে এলে বিধানসভার চিত্র কেমন হবে:
মোট বিধায়ক সংখ্যা: ২৩০
বর্তমান বিধায়ক
২২৭ (২ জন মৃত, একজন সাসপেন্ড)
কমল নাথ সরকারের সঙ্গে ১২০ জন বিধায়ক
ম্যাজিক ফিগার: ১১৪
কংগ্রেস সরকারের সংখ্যা: ম্যাগিক ফিগারের চেয়ে ৬ জন বিধায়ক বেশি
সরকার পক্ষে সমর্থন: ১১৪ জন কংগ্রেস বিধায়ক, ৬ জন সহযোগী
২১ জন কংগ্রেস বিধায়ক ছাড়লে
ম্যাগিক ফিগার কমে দাঁড়াবে ১০৪
মোট বিধায়ক সংখ্যা হবে ২০৬
কংগ্রেস এবং সহযোগী: ৯৯
বিজেপি: ১০৭