This Article is From Mar 23, 2019

শপথ নিলেন দেশের প্রথম লোকপাল পিনাকীচন্দ্র ঘোষ

দেশের প্রথম লোকপাল হিসেবে  শপথ নিলেন প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনের এক অনুষ্ঠানে  তাঁকে শপথ বাক্য পাঠ  করান।

শপথ নিলেন দেশের প্রথম লোকপাল পিনাকীচন্দ্র ঘোষ

মন্ত্রী এবং সাংসদদের বিরুদ্ধে  ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করতে পারবেন তিনি।

হাইলাইটস

  • দেশের প্রথম লোকপাল হিসেবে শপথ নিলেন প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ
  • রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এক অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান
  • মন্ত্রী এবং সাংসদদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করতে পারবেন
নিউ দিল্লি:

দেশের প্রথম লোকপাল (Lokpal) হিসেবে  শপথ নিলেন প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ (Justice PC Ghose)। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind) রাষ্ট্রপতি ভবনের  এক অনুষ্ঠানে  তাঁকে শপথ বাক্য পাঠ  করান। অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি (Chief Justice Of India) রঞ্জন গগৈ। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019) আগে  প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকা একটি  প্যানেল  দেশের প্রথম লোকপাল হিসেবে অবসরপ্রাপ্ত    বিচারপতি পি সি ঘোষকে বেছে নেয়। সুপ্রিম কোর্ট সময়সীমা  নির্দিষ্ট করে দেওয়ার পর আর  দেরি না করে  লোকপাল বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে  যায়। লোকপাল হওয়ার আগে জাতীয় মানবাধিকার  কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব  পালন করছিলেন প্রথমে হাইকোর্ট এবং পরে  সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা পিনাকীচন্দ্র ঘোষ।                         

লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না ২ কোটিরও বেশি মহিলা!

লোকপাল হিসেবে দেশের মন্ত্রী এবং সাংসদদের বিরুদ্ধে  ওঠা দুর্নীতির (corruption) অভিযোগের তদন্ত করতে পারবেন তিনি। পাঁচ বছরেরও বেশি আগে ২০১৪ সালের ১লা জানুয়ারি  লোকপাল আইনে স্বাক্ষর করেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গত বৃহস্পতিবার  লোকপাল হিসেবে তাঁর নাম ঘোষণা হয়। সে সময় বাকি সদস্যদেরও নাম  ঘোষণা হয়। এঁরা হলেন, বিচারপতি দিলীপ বি ভসলে, প্রদীপ কুমার মোহান্তি, অভিলাষা কুমারী, অজয়কুমার ত্রিপাঠী। নিজের ৭০ বছর বয়স পর্যন্ত এই পদে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। ১৯৯৭  সালে কলকাতা  হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন বিচারপতি পি সি ঘোষ।  ২০১৩ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে তাঁর কাজ শুরু হয়। অন্ধপ্রদেশের হাই কোর্টের প্রধান বিচারপতি থাকার সময়  তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এআইএডিএমকে নেত্রী জয়ললিতার ছায়াসঙ্গীকে দোষী সাব্যস্ত করেন তিনি।

                                     

          

.