This Article is From Dec 19, 2018

হাইকোর্টের নির্দেশ মেনে রথযাত্রার নতুন দিন ঘোষণা করল বিজেপি

নতুন  সূচি  অনুযায়ী কোচবিহার থেকে ২২ ডিসেম্বর যাত্রা  শুরু  হবে। এরপর ২৪ তারিখ কাকদ্বীপ এবং ২৬ তারিখ বীরভূম থেকে  শুরু হবে  রথযাত্রা

Advertisement
অল ইন্ডিয়া Posted by

বিজেপির এই যাত্রা  নিয়ে  নতুন করে সুর চড়িয়েছে তৃণমূল।

Highlights

  • রথযাত্রা বা গণতন্ত্র যাত্রার নতুন দিন ঘোষণা করল বিজেপি
  • নতুন সূচি অনুযায়ী কোচবিহার থেকে ২২ ডিসেম্বর যাত্রা শুরু হবে
  • তিনটি দিনের কথা বুধবার কলকাতা হাইকোর্টকে জানিয়ে দেওয়া হবে
কলকাতা:

হাইকোর্টের নির্দেশ মতো  রথযাত্রা  বা গণতন্ত্র যাত্রার নতুন  দিন ঘোষণা করল বিজেপি। যাত্রার দিন বদলালেও স্থান একই  থাকছে। নতুন  সূচি  অনুযায়ী কোচবিহার থেকে ২২ ডিসেম্বর যাত্রা  শুরু  হবে। এরপর ২৪ তারিখ কাকদ্বীপ এবং ২৬ তারিখ বীরভূম থেকে  শুরু হবে  রথযাত্রা।  এই নতুন  তিনটি  দিনের কথা  বুধবার কলকাতা  হাইকোর্টকে  জানিয়ে দেওয়া  হবে। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সংবাদ সংস্থা  আইএএনএসকে  জানিয়েছেন আশা  করি  আমরা  বিচার পাব। পরিস্থিতি যা তাতে  বিজেপির এই  কর্মসূচি  আদৌ হবে  কিনা  সেটা এখন আদাললের উপরেই নির্ভর করছে। কারণ রাজ্য প্রশাসন যাত্রার অনুমতি না দেওয়ার  কথা  গত সপ্তাহেই জানিয়েছেন।

কোন তিনটে দিন রথযাত্রা করতে চান, বিজেপির কাছে জানতে চাইল হাইকোর্ট

এদিকে এদিন  বিজেপির এই যাত্রা  নিয়ে  নতুন করে সুর চড়িয়েছে তৃণমূল। দলের দুই নেতা  তথা রাজ্য  মন্ত্রিসভার প্রবীণ সদস্য খাদ্যমন্ত্রী  জ্যোতিপ্রিয় মল্লিক  এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে বিজেপির এই যাত্রাকে  কটাক্ষ  করেছেন। খাদ্যমন্ত্রী বলেন, যাত্রার অনুমতি না দিয়ে রাজ্য সরকার একদম ঠিক কাজটাই করেছে।   এ  ধরনের যাত্রা করে বিজেপি রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা  তৈরি করতে  চাইছে। অন্যদিকে ক্রেতা সুরক্ষা মন্ত্রীর মনে হয়েছে  রথযাত্রা  হলে উন্নয়নে কাজ বাধা পাবে। তিনি বলেন রথযাত্রা  হলে প্রশাসনের আধিকারিকদের তা নিয়েই ব্যস্ত থাকতে হবে। কোথাও কোনও সমস্যা  হচ্ছে  কিনা সেটাই দেখতে হবে। তাহলে তাঁরা উন্নয়নের কাজটা কখন করবেন?  

Advertisement

দেখুন ভিডিও:



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement