Read in English
This Article is From Dec 13, 2018

প্রত্যাশামতো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কে চন্দ্রশেখর রাও

তেলেঙ্গানার  মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কে চন্দ্রশেখর রাও।

Advertisement
অল ইন্ডিয়া Posted by

Highlights

  • তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কে চন্দ্রশেখর রাও
  • এ নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রশেখর রাও
  • গত মঙ্গলবারই প্রকাশিত হয়েছে তেলেঙ্গানা নির্বাচনের ফল
হায়দ্রাবাদ:

তেলেঙ্গানার  মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কে চন্দ্রশেখর রাও।

এ নিয়ে  দ্বিতীয়বার  মুখ্যমন্ত্রী  হলেন চন্দ্রশেখর রাও। গত মঙ্গলবারই প্রকাশিত হয়েছে  তেলেঙ্গানা নির্বাচনের ফল। তাতে  বিরাট সাফল্য পেয়েছে  চন্দ্রশেখরের  দল।

মধ্যপ্রদেশের  মুখ্যমন্ত্রী  হতে  চলেছেন কমলনাথ: সূত্র

 ১১৯টি আসনের মধ্যে ৮৮ টিই জিতেছে  তাঁর দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। নির্বাচনে পরাজিত হয়েছে কংগ্রেস- টিডিপি জোট।

Advertisement

সেই  ১৯৮৫ সাল থেকে নিজের বিধানসভা  কেন্দ্র গাজেল  থেকে জিতে  আসছেন রাও। এবার  বড়  ব্যবধানে  জিতেছেন কেসিআর ।   

২০০১ সাল পর্যন্ত  চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপিতেই ছিলেন চন্দ্রশেখর। কিন্তু তেলেঙ্গানা তৈরি করা নিয়ে বিবাদের মাঝেই  দল ছাড়েন চন্দ্রশেখর রাও।                         

Advertisement

টিডিপি প্রধান তথা  অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী  চন্দ্রশেখর নায়ডু আলাদা রাজ্য  গঠনের বিপক্ষে ছিলেন। আর এবার আলাদা রাজ্য হওয়ার পর কংগ্রেসের সঙ্গে  জোট বাঁধেন তিনি। এই বিষয়টিকে নিশানা করেছেন চন্দ্রশেখর রাও। তিনি জানান ফল কংগ্রেসের ফল খারাপ হওয়ার অন্যতম বড় কারণ টিডিপির সঙ্গে  জোট বাঁধা।

 

Advertisement

    এর আগে চন্দ্রশেখর জানান কংগ্রেস এবং বিজেপি ভাই ভাই। এদের কাউকে বিশ্বাস করা যায় না। প্রচার চলাকালীন একটি জনসভা থেকে তিনি জানিয়ে দেন তেলেঙ্গানার  ভোট  মিটলে জাতীয় রাজনীতির দিকে মন দেবেন। এই  সভা থেকেই  কংগ্রেস এবং বিজেপি ভাই ভাই। এদের কাউকে বিশ্বাস করা যায় না। দেশের দরকার বিকল্প রাজনীতি।

দেখুন ভিডিও:

Advertisement