This Article is From Dec 11, 2018

তেলেঙ্গানায় সরকার গড়বে টিআরএস, সমর্থন করব আমরা, বললেন ওয়াইসি

অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি আজ বললেন, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এককভাবেই সরকার গঠন করবে ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানায়।

তেলেঙ্গানায় সরকার গড়বে টিআরএস, সমর্থন করব আমরা, বললেন ওয়াইসি

তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সমর্থনে এর আগেও বৈঠক করেছিলেন ওয়াইসি।

হায়দরাবাদ:

অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি আজ বললেন, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এককভাবেই সরকার গঠন করবে ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানায়। তাদের সমর্থন জানাবে ওয়াইসির দল৷ তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের পাশেই থাকবে ওয়াইসির দল। টুইটারে প্রথমে আজ ওয়াইসি লেখেন যে, তিনি কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনি পরে দেখাও করতে যান। বলেন, "জাতির গঠনে এটিই হল প্রথম পদক্ষেপ"। গত ৭ ডিসেম্বর নির্বাচন হয়েছিল তেলেঙ্গানায়। অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন সমর্থন জানিয়েছিল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতিকে। এবং মোট আটটি আসন থেকে লড়েছিল তারা। 


বিজয় মালিয়াকে তুলে দেওয়া হবে ভারতের হাতে, রায় দিল লন্ডন আদালত

এর আগেও তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এবং কে চন্দ্রশেখর রাওয়ের সমর্থনে দলীয় বৈঠক করেন ওয়াইসি। 

বৃদ্ধা মা'কে ঘরে আটকে না খেতে দিয়ে মেরে ফেলল ছেলে

আগামীকাল পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশিত হবে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.