নারায়ণ সাঁইকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিল গুজরাটের আদালত
নিউ দিল্লি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তাঁর বাবা আশারাম বাপু। এবার বাবার পথ ধরে হেঁটে আশারাম বাপুর পুত্র নারায়ণ সাঁইও ধর্ষণে অভিযুক্ত হলেন। গুজরাটের সুরাটের ওই ধর্ষণের ঘটনায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল গুজরাট আদালত। সংবাদসংস্থা এএনআই জানাল এই কথা। ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আশারাম বাপুর শিষ্যা থাকা সুরাটের এক মহিলাকে ২০১৩ সালে ধর্ষণ করেন নারায়ণ সাঁই। ওই মহিলা এবং তাঁর বোন দুজনে মিলে পুলিশের কাছে ২০১৩ সালেই অভিযোগ দায়ের করেছিলেন। ওই মহিলা অভিযোগ করেন, আশারাম বাপুর সুরাটের আশ্রমে থাকার সময় নারায়ণ সাঁই তাঁকে নিয়মিত যৌন হেনস্তা করতেন। হরিয়ানার পিপলি থেকে গ্রেফতার করা হয় নারায়ণ সাঁই'কে।
নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়ে মোদীর মনোনয়নপত্র বাতিলের দাবি তৃণমূলের
২০১৩ সালে একটি ধর্ষণের ঘটনায় আশারাম বাপু ও তাঁর দুই সহযোগীকে দোষী সাব্যস্ত করে যোধপুর আদালত। এই মুহূর্তে যোধপুর জেলেই যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ভোগ করছেন এই স্বঘোষিত ‘গডম্যান'।