Read in English
This Article is From May 31, 2019

'যোগ্য বলেই জিতেছেন', স্মৃতি-প্রশংসায় পঞ্চমুখ আশা ভোঁসলে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভার ৫৭ জন মন্ত্রীর অন্যতম স্মৃতি ইরানি

Advertisement
অল ইন্ডিয়া

প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের সকালে স্মৃতি এবং আশা

নিউ দিল্লি :

মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) ভূয়সী করলেন কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলে (Asha Bhonsle)।  কংগ্রসের খাসতালুক উত্তরপ্রদেশের আমেঠী (Uttar Pradesh's Amethi) থেকে বিজেপি প্রার্থী হিসেবে জিতেছেন তিনি। এক ট্যুইটে আশাজির মন্তব্য, স্মৃতি যোগ্য, তাই তিনি জিতেছেন ("she cares")। গতকাল, নরেন্দ্র মোদীর (Narendra Modi) শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন আশাজিও। অনুষ্ঠান শেষে ভিড়ে মধ্যে যথন দিশেহারা শিল্পী তখন তাঁকে নাকি একমাত্র সাহায্য করেছিলেন স্মৃতি ইরানিই। 

৫৭ জন মন্ত্রী নিয়ে নতুন অধ্যায় শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রসঙ্গত,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভার ৫৭ জন মন্ত্রীর অন্যতম স্মৃতি ইরানি। আশার কথায়, 'শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর ভিড়ের মধ্যে আমি অসহায় ভাবে দাঁড়িয়েছিলাম। .কেউ আমাকে তখন সাহায়্য করতে এগিয়ে আসেননি। ব্যতিক্রম স্মৃতি (smriti irani)। ট্যুইটে শিল্পী জানান, আমি যাতে ঠিকমতো বাড়ি পৌঁছোতে পারি তার জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন স্মৃতি। মন্ত্রী হয়েও কত মাটির কাছাকাছি।

Advertisement

১৯৪৩ সালে মাত্র ১০ বছর বয়সে শিল্পী জীবন শুরু আশা ভোঁসলের। সবচেয়ে বেশি সংখ্যক গান রেকর্ডিং করে গিনেস বুকে নাম তুলেছেন শিল্পী। আজ স্মৃতির সঙ্গে তাঁর তোলা ছবিও ট্যুইটারে পোস্ট করেন আশাজি।

২০০৪ সালে থেকে রাজনৈতিক জীবন শুরু স্মৃতির। চলতি বছরের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের আমেঠী থেকে জিতেছেন তিনি। তিন দশক ধরে আমেঠী কংগ্রেসের দুর্গ বলেই পরিচিত ছিল। একমাত্র ১৯৯৮ ছাড়া এই আসনে একবারও পরাজিত হয়নি কংগ্রেস (Congress)। ব্যতিক্রম, ২০১৯-এর লোকসভা নির্বাচন। 

একঝাঁক বলিউড তারকা উপস্থিত মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে

Advertisement

২০১৪-য় এই কেন্দ্রেই রাহুল গান্ধির (Rahul Gandhi) কাছে পরাজয়ের পরে জেতার জন্য মরিয়া স্মৃতি গত পাঁচবছরে বারেবারে ঘুরে দেখেছেন আমেঠী (Amethi)। কংগ্রেসের খাসতালুককে চিনেছেন হাতের তালুর মতোই। নির্বাচনের আগে রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছিলেন এখানে। অন্যদিকে, আত্মবিশ্বাসী রাহুলকে এবার খুব বেশি দেখা যায়নি আমেঠীতে। সম্ভবত তাঁর ভরসা ছিল আমেঠীর জনগণের ওপর। তিনি ভেবেছিলেন, আমঠী তাঁকে ফেরাবে না।

রাজনীতিবিদদের যাবতীয় অঙ্ক ভুল প্রমাণ করে বিপুল ভোটে জিতে দ্বিতীয়বারের ক্ষমতায় এসেছে এনডিএ সরকার। গতকাল সন্ধেয় রাষ্ট্রপতি ভবনের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং তাঁর ৫২ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দ। ভবনের সামনে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বিশ্বের তাবড় নেতা-মন্ত্রী, ব্যবসায়ী, সাধু-সন্ত এবং বলিউডের একঝাঁক তারকা।

Advertisement