This Article is From May 29, 2018

আরএসএসের আমন্ত্রণ গ্রহণ প্রাক্তন রাষ্ট্রপতির: মন্তব্যে নারাজ কংগ্রেস

কংগ্রেস নেতা সন্দীপ দিক্ষীত জানান, "প্রণব দাই এক সময় আরএসএসকে দেশদ্রোহী, অসৎ, সন্দেহজনক, প্রতারক, বেয়াড়া বলে কটাক্ষ করেছে

আরএসএসের আমন্ত্রণ গ্রহণ প্রাক্তন রাষ্ট্রপতির: মন্তব্যে নারাজ  কংগ্রেস

আরএসএস সদর দপ্তরে প্রাক্তন রাষ্ট্রপতি আসার জন্য সম্মতি জানিয়েছেন

নিউ দিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আর এস এস প্রচারকদের ট্রেনিংয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন। আর তাতেই মুখে কুলুপ এঁটেছে কংগ্রেস। প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেসের পুরনো সদস্য, 7ই জুন আরএসএস প্রচারকদের ট্রেনিংয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হেডকোয়াটার নাগপুরে আয়োজন করা হয়েছে এই ক্যাম্পের।
 কংগ্রেসের মুখপাত্র টম ওয়াডাক্কান এই দিন জানান, "এই বিষয়ে আপনাদের প্রণব মুখোপাধ্যায়ই বলতে পারবেন, আমাদের এই ব্যপারে কিছু বলার নেই"। 
 "শুধুমাত্র এটুকুই বলতে পারি আরএসএস ও কংগ্রেসের চিন্তাধারায় অনেক পার্থক্য রয়েছে"। 
 শাসকদলের প্রধান পরামর্শদাতা আর এস এসই। আর দেশে ধর্মবিদ্বেষ ছড়ানোর জন্য বিজেপিকেই প্রতিনিয়ত দায়ী করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি এও বলেছেন, বিজেপি সরকারকে হাতের পুতুল বানিয়ে রাখতে চাইছে। 
 আরএসএস জানায়, 82 বছরের বর্ষীয়ান এই কংগ্রেস নেতার আমন্ত্রণ গ্রহণ গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সংঘের নেতা রাকেশ সিনহা বলেন, "প্রাক্তন রাষ্ট্রপতির  নাগপুরের আরএসএসের আমন্ত্রনে সাড়া দেওয়া তাৎপর্যপূর্ণ। অপরিহার্য পরিস্থিতিতে শত্রুতা ভুলে একে অপরের পরামর্শদাতা হিসাবে পাশে দাঁড়ানো প্রয়োজন। এই আমন্ত্রণ গ্রহন সেই বার্তাই দেয়"।

এই ঘটনায় কংগ্রেস নেতৃত্বের ক্রোধ প্রকাশ স্বাভাবিক বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশের।

কংগ্রেস নেতা সন্দীপ দিক্ষীত জানান, "প্রণব দাই এক সময় আরএসএসকে দেশদ্রোহী, অসৎ, সন্দেহজনক, প্রতারক, বেয়াড়া বলে কটাক্ষ করেছে। আমি নিশ্চিত আরএসএস প্রণব দার চিন্তাধারা সম্বন্ধে অবগত হয়েই তাঁকে ডেকেছেন"। তিনি আরও বলেন, "তার মানে প্রণব মুখোপাধ্যায় আরএসএস সম্পর্কিত এতদিন যা যা, সব তারা মেনে নিয়েছে"। 

আরএসএস নেতা মোহন ভগবত সেদিন সারা দেশ থেকে কয়েকশোরও বেশি স্বেচ্ছাসেবকের উপস্থিতি আশা করছেন। মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি থাকাকালীন  মোহন ভগবতকে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। 

প্রণব মুখোপাধ্যায় কংগ্রেসের শীর্ষ সমাধানসূত্র এবং ইন্দিরা গান্ধীর সময় থেকে প্রায় সমস্ত কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন। 

আরআরএসের মুখপ্রাত্র জানান, এই প্রথমবার বাইরে থেকে  মতাদর্শগতভাবে আলাদা কেউ সংঘ শিক্ষা বর্গের পরিদর্শনে আসছেন তা নয়। বিভিন্ন অনুচ্ছেদে বলা আছে এমনকি অনেক বিখ্যাত ব্যক্তিত্ব বলেছেন, "1934 সালে মহাত্মা গান্ধী ওয়ার্ধায় সংঘটিত সংঘ শিবিরে যোগ দিয়েছিলেন। এমনকি  তৎকালীন সংঘ প্রধান ড. কে. বি. হেগ্রেওরের সঙ্গে ভারতের ভবিষ্যৎ নিয়ে আলোচনাও করেছিলেন"। 
.